মো. আলামিন খাঁন, ক্রাইম রিপোর্টার-খুলনা
চিত্র গ্রহণে : ইমারন মোল্যা ও হান্নান শেখ
আজ বেলা ১১টা দিকে একটি নির্ভরযোগ্য সূত্রে জানাযায়, খৃুলনার খানজাহান আলী থানার আফিলগেট বাইপাশ সড়ক সংলগ্ন ফায়ার সার্ভিসের সম্মূখে সবুজ নামে এক দোকানী দীর্ঘ দিন রোগাক্রান্ত মুরগী পাইকারি দরে ক্রয় করে স্থানীয় হোটেলে বিক্রি করে আসছে। এ অভিযোগের ভিত্তিতে সবুজের চায়ের দোকানে তথ্যানুসন্ধান করতে গেলে বাস্তবে ফ্রিজের মধ্যে মুরগীর মাংস পাওয়া যায়। উল্লেখ্য, সবুজের দোকানের অভ্যান্তরে একটি ডিপ ফ্রিজের মধ্যে নামি দামি ব্রান্ডের আইসক্রীমের পাশে পচাঁ দূর্ঘন্ধ মুরগীর মাংস হিমায়িত করে রাখা ছিল। বিষয়টি নিয়ে ভিডিও চিত্র গ্রহণ করতে গেলে এ প্রতিবেদককে দোকানী সবুজ উত্তেজিত হয়ে হুমকি দেয়। বিষয়টি নিয়ে ফুলতলা উপজেলা নির্বাহী কর্মকর্তাকে মুঠোফোনে অবগত করলে তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে জানান। অন্যদিকে উপজেলা স্বাস্থ্য স্যানেটারী অফিসার দেলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সত্যতা উদঘটন করেন।
তথ্যমতে, দীর্ঘ দিন যাবৎ সবুজ চায়ের দোকানের পাশাপাশি অবৈধভাবে গ্যাসের সিলিন্ডারের ব্যবসা চালিয়ে আসছে। এছাড়া নোংরাভাবে ফ্রিজের মধ্যে আইসক্রীম এর সাথে মাংস হিমায়িত করে রাখছে । যা মানবদেহের জন্য ক্ষতিকর। কোন প্রকার পরিবেশ আইনের তোয়াক্কা না করে সবুজ দেধারছে এ অবৈধপন্থায় মাংস হিমায়িত করে ব্যবসা চালিয়ে আসছে। উল্লেখ্য, বিকেএসপি’র খাবারের এক সাপ্লায়ার ওই মুরগী সুবজের কাছ থেকে ভ্যানে করে অন্যাত্র নিয়ে পালিয়ে যায়। তবে স্থানীয় সূত্রে জানাযায়, ওই হিমায়িত মাংস বিকেএসপিতে যাওয়ার কথা । বিষয়টি দোকানি সবুজও স্বীকার করে ।