খুলনায় ৬ বছরের শিশু ধর্ষনে গ্রেফতার ২

433

মো. আলামিন খাঁন, ক্রাইম রিপোর্টার

খুলনার খালিশপুর থানাধিন বৈকালী খ্রীস্টান কলোনীতে ৬ বছরের  শিশুকন্যাকে ধর্ষনের অভিযোগে মামলা দায়ের  হয়। গ্রেফতার প্রদীপ গাইন (১৭) ও উল্লাস মন্ডল (১৭) কে গতকাল রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়। ডাক্তারী পরীক্ষা সম্পন্ন করার জন্য  শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) তে ভর্তি করা হয়।  । আসামীরা হলেন খালিশপুর এলাকার বৈকালী জয়ন্ত পাড়ার খ্রীস্টান কলোনীর লুইস গাইনের ছেলে প্রদীপ গাইন ও উওম মন্ডলের ছেলে উল্লাস মন্ডল। বিষয়টি নিয়ে শিশুটির মা বাদি হয়ে খালিশপুর থানায় একটি মামলা দায়ের করেন। যার মামলা নং ০৩। শিশুটির পরিবারের কাছ থেকে জানা যায়,  সকাল ১১ টার দিকে শিশুটির বাড়ির পাশে মাঠে খেলা করতে যায় পরে শিশুটি বাড়ি ফিরে আসলে শিশুটির মা গোছল করানোর সময় শিশুটি ব্যাথা ব্যাথা বলে চিৎকার করে তখন তাকে জিঙ্গাসা করলে শিশুটি  জানায়, প্রদিপ ও উল্লাস তার শরীরে ব্যাথা দিয়েছে। পরে শিশুটিকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। খালিশপুর থানার অফিসার ইনচাজ জানায়, শিশুটিকে চিকিৎসার জন্য খুলনা খুমেক হাসপাতালে প্রেরন করা হয়েছে ।