মো. আলামিন খাঁন :
জাতীয় ঐক্য ফ্রন্ট, খুলনা মহানগরের প্রধান সমন্বয়ক মোহাম্মদ মনিরুজ্জামান মনি স্বাক্ষরিত স্মারকলিপি খুলনা রিটানিং অফিসার ও খুলনা জেলা প্রশাসক মো হেলাল হোসেন এর নিকট মহানগর বি এন পির সভাপতি নজরুল ইসলাম মন্জু প্রেরন করেন। আজ বুধবার দুপুরে রিটানিং অফিসারের কার্যালয়ে স্মারকলিপি প্রদান করা হয়। স্মারকলিপি তে ৭ দফা দাবিতে উল্লেখ করা হয় পূর্বের দেয়া অভিযোগ সমূহের বাস্তবায়ন ও তদারকি জোরদার করা,বারবার দাবী জানানোর পরেও কারাগারে আটক নেতাকর্মীরা মুক্ত হয় নি বরং সদর ও সোনাডাঙ্গা থানার পুলিশ নেতাকর্মীদের মুক্তিতে বাধাগ্রস্ত করতে সোন এরেষ্টকে অসৎ ব্যবহার বন্ধ করা, বিএনপি নেতাকর্মীদের জামিন না দেবার জন্য বিচারালয়ের উপর চাপ প্রয়োগ বন্ধ করা,ডুমুরিয়ার বাস পোড়ানো মিথ্যা মামলার কার্যক্রম স্থগিত ও গ্রেফতার হয়রানি বন্ধ করা,খুলনা আইনজীবী সমিতির বিচারালয়অঙ্গন ও শহরের বিভিন্ন স্থানে রঙ্গিন পোষ্টার অপসারন করা এবং অবাধ সুষ্ঠু ও গ্রহনযোগ্য নির্বাচনের পরিবেশ তৈরিতে আপনার বাস্তব পদক্ষেপ কামনা করছি। এ সময় উপস্থিত ছিলেন ঐক্য ফ্রন্টের নেতা এ্যাড আ ফ ম মহসীন হোসেন,লোকমান হাকীম,অধ্যপক আঃ খালেক,কওছার আলী সানা,এ্যাড লতিফুর রহমান লাবু,মোস্তফা কামাল, এ্যাড আক্তার জাহান রুকু,,মীর কায়ছেদ আলী,এ্যাড এস আর ফারুক,এ্যাড মশিউর রহমান নান্নু,ইকবাল হোসেন খোকন,এ্যাড ইমদাদুল হক হাসিব সহ বিভিন্ন মান্য গন্য ব্যক্তি বর্গ।