যুক্তরাষ্ট্রের আটলান্টা হার্টসফিল্ড জ্যাকসন আন্তর্জাতিক বিমানবন্দর ও ডেল্টা এয়ার লাইন্স বায়োমেট্রিক টার্মিনাল ব্যবহার শুরু করেছে। বিশ্বে এই প্রথম কোন বিমানবন্দরে কার্ব-টু-গেট বায়োমেট্রিক টার্মিনাল চালু হলো। কর্তৃপক্ষ নতুন এই প্রযুক্তির মাধ্যমে বিমানবন্দরের নিরাপত্তা আরও উন্নত করার প্রতিশ্রুতি দিয়েছে। স্ক্রীনিংয়ের মাধ্যমে চেকিং পদ্ধতিতে যাত্রীরা আরও দ্রুত চলাচল করতে পারবেন। বিমানে উঠতে যাত্রীদের আর বেশি সময় দাঁড়িয়ে অপেক্ষা করতে হবে না- ওয়েবসাইট