প্রিয়াঙ্কার রিসেপশনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী

472

বিয়ে সেরে আসার একদিন পরে মঙ্গলবার দিল্লিতে রিসেপশনের আযোজন করেছিরেন প্রিয়াঙ্কা চোপড়া ও নিক জোনাস। আর তাদের দেওয়া সেই প্রথম রিসেপশনে উপস্থিত ছিলেন রাজনীতি থেকে শিল্প জগতের অনেক রথি-মহারথী। প্রত্যাশা মতো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এদিনের রিসেপশনে উপস্থিত হয়েছিলেন। তিনি হাসিমুখে নবদম্পতিকে আশীর্বাদ করেছেন। তবে প্রিয়াঙ্কা-নিকের দিল্লির রিসেপশনে বলিউডের কোনো সেলিব্রেটিকে দেখা যায়নি। প্রধানমন্ত্রী রিসেপশনে প্রিয়াঙ্কা চোপড়ার মা মধু চোপড়া, শ্বশুর পল কেভিন জোনাস এবং শাশুড়ি ডেনিস মিলার জোনাসের সঙ্গেও দেখা করে সৌহার্দ বিনিময় করেন। পাশাপাশি প্রিয়াঙ্কা-নিকের রিসেপশনে হাজির হয়ে ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেন নিক জোনাসের দাদা জো জোনাস এবং তার বাগদত্তা ‘ গেম অফ থ্রোনস’-এর অভিনেত্রী সোফি টার্নারও। দিল্লি রিসেপশনের পর মুম্বইয়েও একটি রিসেপশনের অেেয়াজন করা হয়েছে।

১৫ কিম্বা ১৬ই ডিসেম্বর হতে পারে সেই রিসেপশন। সেই রিসেপশনে বলিউডের সেলিব্রেটিরা সদলবলে হাজির হবেন বলেই মনে করা হচ্ছে। এদিকে জানা গেছে, একদিকে বিজ্ঞাপনের কাজ মিটিয়ে খুবই স্বল্প সময়ের জন্য নবদম্পতি বিদেশের কোনো জায়গায় হনিমুনে যাবেন। বড়দিনের সময়টা দুজনে একান্তেই কাটাতে চান বলে জানা গেছ্।ে জানুয়ারির প্রথম সপ্তাহে ফিরে আসার পরই আহমেদাবাদে শুটিং শুরু করবেন প্রিয়াঙ্কা তার ’স্কাই ইজ পিঙ্ক’ ছবির। গত শনি ও রোববারই যোথপুরের উমেদ ভবন প্রাসাদে  প্রিয়াঙ্কা ও নিক প্রথমে খ্রীষ্টান মতে এবং দ্বিতীয় দিনে হিন্দু মতে বিয়ে করেছেন।