একাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে বিনোদন অঙ্গনের তারকাদের মধ্যে বেশ আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে। এবারের নির্বাচনে বিভিন্ন দল থেকে বেশ কয়েকজন তারকা প্রার্থীও হয়েছেন।
আগামী ৩০ ডিসেম্বর অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনকে কেন্দ্র করে শোবিজ তারকাদের ভোট চাইতে দেখা গেছে। সোশ্যাল মিডিয়াতে গেলো কয়েকদিন বাংলাদেশ আওয়ামী লীগের হয়ে নৌকা মার্কায় ভোট চাইছেন শোবিজ তারকারা।
বিগত দশ বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে সমৃদ্ধি ও উন্নয়নের জোয়ার বয়েছে বলে মনে করছেন তারা। সে কারণে শেখ হাসিনার সরকারকে আবারও প্রয়োজন বলে মনে করেন তারকারা। সেজন্য দেশবাসীর কাছে নৌকার জন্য ভোট চাইছেন তারা।
ড. ইনামুল হক, সুবর্ণা মুস্তাফা, ইমদাদুল হক মিলন, রিয়াজ, মাহফুজ আহমেদ, আফসানা মিমি, অপু বিশ্বাস, বাঁধনকে দেখা গেছে ভিডিও বার্তায় ভোট চাইতে।
তারকারা নিজেরা মুক্তিযুদ্ধের চেতনায় সমৃদ্ধ শেখ হাসিনা ও তার আওয়ামী লীগে আস্থা রেখে নৌকায় ভোট দেয়ার ইচ্ছেও প্রকাশ করেছেন।