আপিলে ন্যায় বিচার পাওয়াকে বিজয় হিসেবে দেখছে বিএনপি : ফখরুল

435

ন্যায় বিচার পেলে খালেদা জিয়াও প্রার্থীতা ফিরে পাবেন বলে আশাবাদ ব্যাক্ত করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে বিএনপি চেয়ারপার্সনের গুলশান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি আরও বলেন, বিএনপির অধিকাংশ প্রার্থী আপিলে ন্যায় বিচার পাওয়াকে বিজয় হিসেবে দেখছে বিএনপি।

মির্জা ফখরুল বলেন, যাচাই-বাছাইকালে বিএনপির অনেক প্রার্থীর মনোনয়নপত্র বাতিল করা হয়। কিন্তু নির্বাচন কমিশন আপিলে ন্যায় বিচার করায় তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। তিনি বলেন, নির্বাচনের নিরপেক্ষতা নষ্ট করার জন্য প্রশাসন যুক্ত হচ্ছে। আর বিএনপিকে নির্বাচন থেকে দূরে রাখতে দলের নেতাকর্মীদের গ্রেফতার করা হচ্ছে। নির্বাচনের পরিবেশ তৈরি করতে গ্রেফতার বন্ধ করতে হবে।

বিএনপি সম্পর্কে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের বক্তব্যের সমালোচনা করে মির্জা ফখরুল বলেন, আমি উনার বিষয়ে কিছু বলতে চাই না। কারণ উনি নিজের দলের চেয়ে বিএনপি নিয়ে বেশি কথা বলেন। তিনি তো বলেছিলেন আমরা প্রার্থী পাবো না। কিন্তু আমরা তো সারাদেশে ৮০০ প্রার্থী দিয়েছি।