মো. আলামিন খাঁন, ক্রাইম রিপোর্টার-খুলনা
খুলনায় সড়ক দুর্ঘটনায় বাসের চাকায় পিষ্ট হয়ে আবুল হোসেন (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছে। আজ সকালে নগরীর রুপসা দাদা ম্যাচ ফ্যাক্টরীর সামনে এ ঘটনা ঘটে। এলাকাবাসী ও পুলিশ জানায়, ব্যাটারিচালিত ইজিবাইকে করে রুপসার কোকাকোলা কার্যালয়ের সামনে দিয়ে যাওয়ার সময় বাইরে মুখ বের করছিলো আবুল এসময় পাশ দিয়ে যাওয়া বি আর টি সি বাসের ধাক্কা লাগলে সে ইজিবাইক থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তিনি মাড়া যান। পরে বি আর টি সি বাসটিকে আটক করে পুলিশ। দুর্ঘটনার পর বাসটিকে আটক করা গেলেও বাসের ড্রাইভার পালিয়ে যেতে সক্ষম হয়।