আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো দল বা ব্যক্তির প্রতি কমিশনের বিশেষ নজর নেই বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা।
গতকাল সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এ কথা বলেন।
সিইসি বলেন, নির্বাচন কমিশন একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন করতে চায়। সুতরাং কোনো দল বা ব্যক্তির প্রতি কমিশনের বিশেষ নজর নেই।
গতকাল সোমবার রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটদের উদ্বোধনী এক ব্রিফিং অনুষ্ঠানে তিনি একথা জানান।
নুরুল হুদা বলেন, ‘আমরা প্রশ্নবিদ্ধ নয় এমন একটি নির্বাচন করতে চাই। কোনো রাজনৈতিক দল যেন এ বিষয়ে কোনো প্রশ্ন করতে না পারে। অর্থাৎ নিরপেক্ষ থেকে আমরা সুষ্ঠু একটি নির্বাচন করতে চাই। ’
ম্যাজিস্ট্রেটদের উদ্দেশে সিইসি বলেন, নির্বাচনের যে চারদিন আপনারা দায়িত্ব পালন করবেন তা যেন প্রশ্নের ঊর্ধ্বে থাকে।
তিনি আরও বলেন, সংবিধান ও আইন অনুযায়ী দায়িত্ব পালনে নির্বাচন কমিশন স্বাধীন। সে দায়িত্ব অক্ষরে অক্ষরে পালন করতে হবে। আপনাদের মেধা ও প্রজ্ঞা দিয়ে কাজ করতে হবে। নির্বাচনে আচরণ ও কাজে মানুষের মনে যেন আস্থার পরিবেশ তৈরি হয়। এজন্য ম্যাজিস্ট্রেটদের প্রতি আহ্বান জানান নুরুল হুদা।