সিআইএন টিভি২৪ ডেক্স:
গতকাল ১০ ডিসেম্বর সোমবার আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০১৮ উপলক্ষে আন্তৰ্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা কেন্দ্র (আসক) ফাঃ খুলনা বিভাগীয় ও জেলা কমিটির সমন্বয়ে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে এক বর্ণাঢ্য রালি শুরু হয় । খুলনা বিভাগীয় সভাপতি এম এ কাশেম এর সভাপতিত্বে এবং সাধরন সম্পাদক মোঃ শাহাদাত হোসেন শাওন এর সঞ্চালনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা জেলা প্রশাসক জনাব মোঃ হেলাল হোসেন ।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসক’র খুলনা জেলা কমিটির প্রধান উপদেস্টা ও জেলা আওয়ামীগের সাধরন সম্পাদক(ভারপ্রাপ্ত) এ্যাড সুজিত অধিকারী, আসক’র জেলা কমিটির উপদেস্টা মোঃ সাইফুল ইসলাম বাবলু । অন্যানদ্যের মধ্যে উপস্থিত ছিলেন, খুলনা উন্নয়ন ফোরামের চেয়ারম্যান শরীফ শফিকুল হামিদ চন্দন, মহানগর কমিটির সম্পাদিকা ইফফাত সোনিয়া নেন্সি, এ্যাড মমতাজ আন্না, আসিফ ইকবাল, এ্যাড আইয়ুব হোসেন, যুগ্ন সম্পাদক মোঃ রবিউল ইসলাম, ইশতিয়াক আহম্মেদ শাওন, আন্তর্জাতিক সম্পাদক এম এম তারিকুজ্জামান আশরাফ, মোঃইয়াসিন , আহাদ আলী ।
খুলনা জেলা কমিটির মধ্যে উপস্থিত ছিলেন, সভাপতি আব্দুল কাইউম খাঁন, সাধরণ সম্পাদক শরীফ আহম্মেদ মোল্লা, ওবায়দুল আসাদুজ্জামান, কালিদাস অধিকারী, সালাম, রহিম শেখ, নাসির খাঁন, মনিরুল ,মতিয়ার, আনিসুর রহমান, আরিফ, জুয়েল, জাহিদুল ইসলাম সহ খুলনার বিভিন্ন শ্রেণী পেশার মানুস, সামাজিক ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন ।