প্রার্থিতা ফিরে পেলেন টুকু-দুলু

479

হাইকোর্টের রায়ে প্রার্থিতা ফিরে পেয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ইকবাল হাসান মাহমুদ টুকু ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

গতকাল (সোমবার) মনোনয়নপত্র বাতিলে নির্বাচন কমিশনের সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট।

দুলুর আইনজীবী জানান, আদালতের এই রায়ের ফলে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তাদের অংশ নিতে আর কোনও বাধা নেই।

এর আগে রোববার তারা হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মনোনয়ন ফিরে পেতে আলাদা রিট করেন।

নাটোর-২ আসনে রুহুল কুদ্দুস তালুকদার দুলু এবং সিরাজগঞ্জ থেকে ইকবাল মাহমুদ টুকু নির্বাচনী অংশ নেবেন।

উল্লেখ্য, আজ প্রার্থীদের জন্য প্রতীক বরাদ্দ চলছে। প্রধান প্রধান রাজনৈতিক দল ও জোট থেকে প্রার্থীদের অনুকূলে দলীয় প্রতীক বরাদ্দ দিতে এরইমধ্যে নির্বাচন কমিশনের কাছে চিঠি দেয়া হয়েছে। এবার ২৭২ জন প্রার্থীকে নৌকা প্রতীক দিতে আওয়ামী লীগের পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে। ২৯৮ জন প্রার্থীকে ধানের শীষ প্রতীক দিতে বিএনপি পক্ষ থেকে চিঠি দেয়া হয়েছে।