ফকিরহাট বিএনপি’র কার্যক্রম নেই পার্টি অফিসে তালা ঝুলছে

500

ফকিরহাট থানা প্রতিনিধি :

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে ফকিরহাট উপজেলার বিএনপির সাংগঠনিক কার্য্যক্রম নেই বল্লে চলে শীর্ষনেতারা যার যার কর্ম নিয়ে ব্যাস্ত রয়েছেন পার্টি অফিসে তালা ঝুলছে বলে একাধিক নেতা কর্মিরা জানান, সরজমিনে ঘুরে দেখাযায় ফকিরহাট উপজেলার ৮টি ইউনিয়নের পার্টি অফিসগুলো দির্ঘ ১০বছর যাবৎ তালা বদ্ধ রয়েছে দেখলে মনেহয় পরিত্যাক্ত কোনঘর অনেক পর্টি অফিসের ভিতরে চেয়ার টেবিল সহ অন্যান্য আসবাব পত্র নষ্ঠহয়ে যাচ্ছে এমন অবস্তা দেখে অনেকে মনে করছেন ফকিরহাট ইউজেলার বিএনপির নাম করন করার মত কোন নেতাই নেই। এবিষয় কথাহয় ফকিরহাট ইউপজেলার ছাত্রদলের সাধারন সম্পাদাক মোঃ দেলোয়ার হোসেন, বেতাগা ইউনিয়নের ছাত্রদালের সভাপতি আলিমুল ্ ইসলাম রাজু, মোঃ জাহাংগীর হোসেন, মোঃ আজাদুর রহমান, মন্জুরুল ইসলাম, বায়জিদ, মোশারফ হোসেন সহ অনেকে জানান অনেক নেতা বাড়িছেড়ে বিভিন্ন শহরে বাড়ি ভাড়া করে পরিবার পরিজন নিয়ে বসবাস করছেন। বিভিন্ন মামলা খেয়ে খেয়ে আজ ফকিরহাটে বিএনটির করুন দশা, এছাড়া নাম প্রকাশে অনিচ্ছুক অনেক নেতা জানিয়েছেন আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের কর্য্যক্রম পরিচালনার জন্য যা কিছু দরকার ছিল তা উর্ধতন নেতাদের কোন সুযোগ সুবিদা পাচ্ছিনা, যে কারনে দলিয কার্য্যক্রম ব্যাহত হচ্ছে এক এক জনের নামে একাধিক মামলা রয়েছে, তারা বছছে মামলার পিচে দৌড়াব না পরিবার পরিজনের সাথে সময়, আর এ অবস্থায় দলথেকে কোন রকম সাহায্য সহানুভুতি পাওয়া যাচ্ছেনা। এনিয়ে বিএনপির মাঠ পর্যায়ে কর্মিরা ক্ষোভ প্রকাশ করে বলেন শীর্ষনেতারা ভাল ভাবে আছেন, আর আমরা আছি চরম বিপদের মধ্যে বর্তমানে আমাদের পর্টি অফিস গুলো তালা বদ্ধ দলিয় কোন কার্য্যক্রম করতে পারছিনা, পার্টির অফিসগুলোর যে করুন দশার পরিনত হয়েছে তারচেয়ে আমাদের বেশি হয়েছে। কারন জানতে চাইলে জানান হামলা মামলার ভয়ে কেহ পার্টি অফিস খোলাতো দুরের কথা একটি মিছিল মিটিং করার কোন উপায় নেই। আরও জানান আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অতিশীগ্রই দলীয় কার্যক্রমে ফিরবেন।