সাতক্ষীরা সদর-২ আসনে জাতীয় পার্টির আনুষ্ঠানিক নির্বাচনী প্রচারণা শুরু

552

সাতক্ষীরা থেকে বদরুজ্জামান খোকাঃ-সাতক্ষীরা সদর 2 আসনে জাতীয় পার্টি চেয়ারম্যান মনোনীত লাঙ্গল প্রতীক নিয়ে নির্বাচন কার্যক্রম শুরু করেছে কেন্দ্র জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ মাতলুব হোসেন লিয়ন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সদর উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক সরদার আব্দুল মজিদ। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক শেখ মাইনুর রশিদ, উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব শেখ শরিফুজ্জামান বিপুল, পৌর জাতীয় পার্টির সদস্য সচিব শেখ আব্দুস সাদেক। এ সময় আরো উপস্থিত ছিলেন সুজন, জিয়া, ইয়াসিন, কমল এবং সদর উপজেলার ১৪ টি ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ। জাতীয় পার্টির নির্বাচনী কার্যক্রম শুরু আগ মুহুতে প্রতিটি ইউনিয়ন সভাপতি সাধারণ সম্পাদক তাদের নিজ নিজ ইউনিয়নের জাতীয় পার্টির অবস্থা সম্পর্কে উপস্থাপন করেন। এবং সকলের ঐক্যমতের ভিত্তিতে সাতক্ষীরা সদর- ২ আসন থেকে জাতীয় পার্টির প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়ন কে বিপুল ভোটে বিজয়ের জন্য সম্মিলিতভাবে ঐক্যবদ্ধ হয়ে নাঙ্গল এ ভোট দেওয়ার জন্য জনসাধারণকে উদাত্ত আহ্বান করা হয়।