ইমরান মোল্যা-ফুলতলা থানা প্রতিনিধি
ফুলতলা উপজেলা বিএনপির নব্য গঠিত কমিটির বিপক্ষে ফুলতলায় উপজেলা বিএনপি নেতা কর্মীদের একাংশ আজ বৃহস্পতিবার বিকাল ৪টায় প্রতিবাদসভা ও বিক্ষোভ মিছিল বের করে ।
বিক্ষোভ কর্মসূচিতে নেতারা জানান, অগণতান্ত্রিক ও অগঠনতান্ত্রিক প্রক্রিয়ায় টাকার বিনিময়ে পকেট কমিটি হয়েছে। কোন প্রকার গনতান্ত্রিকভাবে এ কমিটি হয়নি। ফুলতলা উপজেলা বিএনপির নেতা কর্মীদের বৃহৎ একটি অংশের নেতা-কর্মীদের পক্ষথেকে এ প্রতিবাদ মিছিল বের হয়। মিছিলটি যশোর -খুলনা মহাসড়ক থেকে ফুলতলা জামিরা রোডে এসে শেষ হয়।
প্রতিবাদ মিছিলে বক্তব্য রাখেন, ফুলতলা উপজেলা বিএনপি’র আহবায়ক কওসার আলী জমাদ্দার, এস এ রহমান বাবুল খুলনা জেলা বিএনপি’র সহ-সভাপতি এস এ রহমান বাবুল, খুলনা মহানগর বিএনপি’র সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন , হাসনাত রিজভী মার্শাল, এস এম কামরান হাসান। অন্যানদের মধ্যে ছিলেন, হুমায়ুন কবীর বিশ্বাস, মশিউর রহমান বিপ্লব, বিন মোহাম্মদ খান, মিলন মোল্লা, হিরন সরদার, হৃদয় মুক্ত, ইউনুস মোল্লা (প্রমুখ )