খুলনার ৫২৫টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে পুলিশ

464

মো. আলামিন খাঁন, ক্রাইম রিপোর্টার-খুলনা

খুলনার ৫২৫টি ভোট কেন্দ্র ঝুঁকিপূর্ণ চিহ্নিত করেছে পুলিশ। খুলনার ৬ টি আসনে ৭৮৬ টি ভোট কেন্দ্রর মধ্যে ৫২৫ টিই ঝুঁকিপূর্ণ আছে যা মোট ভোট কেন্দ্রর প্রায় ৬৭ শতাংশ। ফলে নেওয়া হচ্ছে বাড়তি নিরাপত্তা ৭৮৬ টি ভোট কেন্দ্রর নিরাপত্তায় থাকবে মোট সাড়ে বারো হাজার পুলিশ ও ও আনসার বাহিনী। নির্বাচন কে সামনে রেখে জোড়দার করা হয়েছে পুলিশের নিয়মিত অভিযান। এছাড়াও নগরীর বিভিন্ন স্থানে বসানো হয়েছে চেকপোষ্ট জেলা পুলিশ সূএে জানা যায়,  খুলনা -১,৪, ৫,ও ৬ আসনে তাদের আওতাধীন ভোট কেন্দ্র রয়েছে মোট ৪৭৭ টি। এর মধ্যে ২৮৩ টিকে গুরুত্বপূর্ণ এবং ১৯৪ টিকে সাধারন হিসাবে চিহ্নিত করা হয়েছে এসব কেন্দ্র মোট ১ হাজার ৬৩০ জন পুলিশ ৫ হাজার ৭১২ জন আনসার ও ৪৭৭ জন গ্রাম পুলিশ দায়িত্ব পালন করবেন। প্রাথমিক ভাবে গুরুত্বপূর্ণ প্রতিটি ভোট কেন্দ্র ৫ জন করে পুলিশ এবং সাধারন প্রতিটি কেন্দ্র ৩ জন করে পুলিশ মোতায়ন করার পরিকল্পনা রয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশনা পেলে সে অনুযায় পুলিশের সংখ্যা চুড়ান্ত করা হবে।