বাগেরহাট-বেতগায় শেখ হেলালের পক্ষে গণসংযোগ

499

বাগেরহাট জেলা প্রতিনিধি

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী বাগেরহাট -১ আসনের শেখ হেলাল উদ্দিনের নৌকা প্রতীকের পক্ষে গনসংযোগ করা হইয়াছে। গতকাল সন্ধ্যা থেকে বেতাগা ০৩ নং ওয়ার্ডে আওয়ামীলীগ যুবলীগ অংগ সংগঠনের উদ্যোগে এ গনসংযোগ ও প্রচার পত্র লিফলেট বিতরণ করা হয়। বেতাগা ০৩ নং ওয়ার্ডের শেখ হেলাল উদ্দিনের নৌকা প্রতীকের পক্ষে ভোট প্রার্থনা কওে ০৩ নং ওয়ার্ডের পূর্বপাড়া, পুরনো বাড়ী, বড় বাড়ী ,মুন্সীপাড়া, দক্ষিন ডাঙ্গা , মোড়ল বাড়ী, চারঘাটা ব্রিজসহ এলাকার সকল বাড়ীতে বাড়ীতে ভোট প্রার্থনা করেছেন। বেতাগা ০৩ নং ওয়ার্ড নির্বাচন কমিটির আহবায়ক শিক্ষক মিজানুর রহমান সদস্য সচীব ইকরাম হোসেন বকুল, এছাড়া অন্যান্যদের মধ্যে ছিলেন বোরহান আহম্মেদ, মোঃ আব্দুলাহ শেখ, জিল্লুর রহমান মোড়ল, হোসনেয়ারা খাতুন, আমান মোড়ল, আরাফাত শেখ, আছাবুর রহমান, ফজ্জুর রহমান, মোঃ শিহাব উদ্দিন, মাহাবুব শেখ, আব্দুর রউফ, মোশারফ হোসেন, আলমগীর হোসেন, শাহাদাত শেখ, প্রমূখ নেতা কর্মীরা আগামী ৩০ শে ডিসেম্বর সকল ভোটারকে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় করে এলাকার উন্নয়নে ধারাকে অব্যাহত রাখার আহ্বান জানান।