ফুলতলায় পৌনে এক ঘন্টার ব্যাবধানে দুটি আওয়ামীলীগ কার্যালয় বোমা হামলা ও অগ্নিসংযোগ

994

গতকাল খুলনার ফুলতলায় প্রায় পৌনে এক ঘন্টার ব্যাবধানে দুটি আওয়ামীলীগ কার্যালয় বোমা হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে জানাযায়। আসন্ন একাদশ সংসদ নির্বাচন কে ঘিরে এটি  কোন অশুভ বার্তার  মেসেজ কিনা, তা নিয়ে জনমনে প্রশ্ন  দেখা দিয়েছে । সেই সাথে এলাকাবাসির মধ্যে আতংক বিরাজ করছে।  শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় ফুলতলা এলাকায় থমথমে পরিবেশ লক্ষ্য করা  গেছে।

জানাযায়, গতকাল শুক্রবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮টার দিকে খুলনার ফুলতলা থানাধীন  বেজেরডাঙা ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয় লক্ষ করে দুর্বৃত্তরা বোমা নিক্ষেপ করে। এ সময় বিকট শব্দে চারিদিক  ধোয়াঁচ্ছান্ন হয়ে যায়।   অন্যদিকে এ ঘটনার  প্রায় ৪৫ মিনিট  পর আনুমানিক রাত ৯টা ১৫ মিনিটের দিকে  দামোদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয়ে দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে পালিয়ে যায় । তবে এ দুটি ঘটনায়  কেউ হতাহত হয়নি বলে সূত্রে জানাযায় ।

তাৎক্ষনিকভাবে খবর  পেয়ে  বেজেররডাঙ্গা  ফুলতলা ইউনিয়ন আওয়ামীলীগ কার্যালয়  ও দামোদর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামীলীগ কার্যালয় পরিদর্শন করেন ফুলতলা উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব শেখ আকরাম  হোসেন , উপজেলা নির্বাহী অফিসার আহমেদ জিয়াউর রহমান , ফুলতলা থানার ওসি মনিরুল ইসলাম সহ স্থানীয়  আওয়ামীলীগ নেতৃবৃন্দ ।  পরপর দুটি হামলার ঘটনার প্রতিবাদে  আজ ১৫ ডিসেম্বর (শনিবার) বিকাল ৪টায়  এক প্রতিবাদ সভার আয়োজন করেছে ফুলতলা উপজেলা আওয়ামীলীগ।

ফুলতলা থানার ওসি মনিরুল ইসলাম বলেন, আলামত সংগ্রহ করা হয়েছে, তদন্তে মাঠে  নেমেছে পুলিশ  ।  অতিসত্ত্বর দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে।