মনিরামপুরের আ’লীগের মনোনীত প্রার্থী স্বপন ভট্টাচার্য্যর নির্বাচনী পথসভা

575

শামছুজ্জামান মন্টু, স্টাফ রিপোর্টার :
আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনিরামপুর-৫ আসনের আওমীলীগের মনোনীত প্রার্থী ও বর্তমান এমপি নৌকা মার্কা প্রতিকের স্বপন ভট্টচার্য্যরে বিভিন্ন অঞ্চলে নেতা কর্মীদের নিয়ে নৌকাকে বিজয়ী করতে নির্বাচনী পথসভা করে বেড়াচ্ছেন। এরই ধারাবাহিকতায় গত ১৪ই ডিসেম্বর তার নির্বাচনী এলাকার হরিদাসকাটি ইউনিয়ন, কুলটিয়া ইউনিয়ন, ঢাকুরিয়া ইউনিয়ন সহ উপজেলার ১৭টি ইউনিয়নের ওয়ার্ড, গ্রাম, মহল্লায় পথ সভা করে বেড়াচ্ছেন তিনি। উপজেলার হরিদাসাটির (আঠারোপাকিয়া) পাড়ার বজলের মোড় নামক স্থানে এক পথ সভার আয়োজন করা হয়। নির্বাচনী এলাকার আশির্বাদ পুষ্ট বাংলাদেশ আওয়ামীলীগ মনোনীত প্রার্থী জননেতা স্বপন ভট্টাচার্য্য বক্তব্যে নেতা কর্মী ও ভোটারদের উদ্দেশ্যে বলেন, ক্ষোভ অভিমান ভুলে গিয়ে ঐক্যবদ্ধ্য হয়ে আগামী একাদশ সংসদ নির্বাচনে নৌকাকে বিজয়ী করতে হবে। কারন বঙ্গবন্ধু কন্যা প্রধান মন্ত্রী শেখ হাসিনার যোগ্য নেতৃত্বে দেশ আজ বিশ্ব দরবারে মর্যাদার উচ্চ শিখরে পৌছেছে। সে কারনে দেশের অগ্রগতি উন্নয়ন ও স্বাধীনতা সার্বভৌম অক্ষুন্ন রাখতে নৌকাকে আবারও বিজয়ী করতে হবে। নৌকার পরাজয় মানে দেশের স্বাধীনতা ক্ষুন্ন হওয়া। আজ দেশের উন্নয়ন ও অগ্রগতি বাধা গ্রস্থ করতে ষড়যন্ত্রকারীরা ষড়যন্ত্রে মেতে উঠেছে। এমন পরিস্থিতিতে দেশের অস্তিত্ব ধরে রাখতে হলে শেখ হাসিনাকে আবারও নৌকা মার্কা প্রতিকে ভোট দিয়ে ক্ষমতায় বসানোর আহবান জানান তিনি। তার পথ সভায় সফর সঙ্গী হিসেবে ছিলেন, মনিরামপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি কাজী মাহমুদুল হাসান, সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা সাবেক যুবলীগ সভাপতি দেবাশিষ সরকার বাবু, এ্যাড: বশির আহম্মেদ, সাবেক ছাত্রলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান নিরঞ্জন প্রসাদ বিশ্বাস, সাবেক ছাত্র নেতা সনদ্বীপ ঘোষ, প্রভাষক আবুল কালাম আজাদ বুলবুল, প্রধান শিক্ষক হরিদাস মল্লিক, আওয়ামীলীগ নেতা উপসহকারী কৃষি কর্মকর্তা অনল বিশ্বাস, আওয়ামীলীগ নেতা কালিপদ বক্সি, হরিদাসকাটি ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি ও বর্তমান চেয়ারম্যান বিপন ভঞ্জন পাড়ে, মনিরামপুর উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রী রীতা রানী পাড়ে, ইউনিয়ন সাধারণ সম্পাদক আলমগীর কবির লিটন, ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আতিয়ার রহমান, যুবলীগ নেতা সুব্রত বিশ্বাস, ছাত্রলীগের মামুনউর রশিদ, এছাড়াও আওয়ামীলীগের আব্দুল জলিল, শওকত আলী, ইকবাল হোসেন, দীলিপ কুমার দাস, শুকুতি রায়, ধীমান মল্লিক, প্রদীপ হালদার, ডা: বৈকন্ঠ মল্লিক, গোপাল রায়, মানিক মন্ডল সহ আওয়ামীলীগ নেতৃবৃন্ধ।