তরুন প্রজন্মকে দেশ প্রেমিক হিসাবে গড়ে তুলতে হবে : মেয়র খালেক

595

মো.আলামিন খাঁন, ডেক্স রিপোর্ট

খুলনা সিটি কর্পোরেশনের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় মহান বিজয় দিবস উদযাপিত হয় গল্লামারী শহীদ স্মৃতি সৌধে।মহান বিজয় দিবস উপলক্ষে সকাল ৯ টায় নগর ভবনে শিশুদের চিএাঙ্কন প্রতিযোগীতা,আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক এবং সন্মানিত অতিথি হিসাবে খুলনা – ২ আসনের সংসদ সদস্য প্রার্থী বঙ্গবন্ধুর ভ্রাতুষ্পুএ শেখ সালাহ্উদ্দিন জুয়েল উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা মহান মু্ক্তিযুদ্ধে আত্নোৎস্বর্গকারী বীর শহীদদের গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করে বলেন তাদের সর্বোচ্চ ত্যাগের বিনিময়ে অর্জিত হয় আমাদের এ দেশের স্বাধীনতা স্বাধীনতার সেই চেতনার আলোকে নতুন ও তরুন প্রজন্ম কে দেশ প্রেমিক ও সুনাগরিক হিসেবে গড়ে তুলতে হবে। কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা পলাশ কান্তি বালার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে বক্তৃতা করেন কেসিসি’র প্যানেল মেয়র মো আলী আকবর টিপু। অন্যান্যের মধ্য সংরক্ষিত আসনের কাউন্সিলর শেখ আমেনা হালিম বেবি,সচিব মো আজমুল হক,খুলনা সদর থানা আওয়ামীলীগের সভাপতি এ্যাড সাইফুল ইসলাম, আওয়ামীলীগ নেতা জামাল উদ্দিন বাচ্চু, ও শফিকুর রহমান পলাশ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষ্যা ও সাংস্কৃতিক কর্মকর্তা এস কে এম তাছাদুজ্জামান,ও নগরীর বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন