ঝিনাইদহে রোগীর প্রেসক্রিপশনে নৌকার প্রচারণা

483

রোগীর প্রেসক্রিপশনে নৌকা প্রতীক ব্যবহার করে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে প্রচারণায় নেমেছেন ডা. কাশমিম সুজন নামে ঝিনাইদহের এক চিকিৎসক।  প্রেসক্রিপশনের নিচে তিনি লিখেছেন- শেখ হাসিনার সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন। তাহ্জীব আলম সিদ্দিকী (সমি) ভাইয়ের সালাম নিন নৌকা মার্কায় ভোট দিন।  এ বিষয়ে ডা. কাশমিম সুজন বলেন, এটা বিজয় দিবস উপলক্ষে করা। এটি আওয়ামী লীগের প্রচারণার জন্য ভ্রাম্যমাণ ফ্রি মেডিকেল ক্যাম্পের প্রেসক্রিপশন।

এ প্রেসক্রিপশনটি ফেসবুকে পোস্ট করেন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের ছাত্রলীগ সভাপতি শাকিল শুভ। প্রতিক্রিয়ায় তিনি লেখেন, ধন্যবাদ ডা. কাশমিম সুজন। এভাবেই চিকিৎসক সমাজকে নৌকার প্রচারণা করতে এগিয়ে আশা উচিত। আপনার ব্যতিক্রমী উদ্যোগের জন্য আপনাকে ধন্যবাদ।
এদিকে ঝিনাইদ-২ আসনের নৌকার প্রার্থীর পক্ষে প্রেসক্রিপশনে সরাসরি এমন রাজনৈতিক প্রচারণায় এলাকায় মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।।