খুলনার কোন মাদক ব্যবসায়ি ও ভূমিদস্যু থাকতে পারবে না : মেয়র খালেক

555

মো. আলামিন খাঁন, সি.আ্ই.এন টিভি২৪ ডেক্স

খুলনা মহানগর আওয়ামীলীগ সভাপতি ও সিটি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক বলেন, খুলনা অঞ্চলের উন্নয়ন করতে হলে কোন ভূমিদস্যু, মাদক ব্যবসায়ী থাকতে পারবে না। খুলনার উন্নয়নে কোন বাধা সহ্য করা হবে না,  যারা বাধার সৃষ্টি করবে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি আরো বলেন,  সকল উন্নয়ন কাজ করতে হলে খুলনার সংসদ সদস্য থাকা অত্যন্ত জরুরী। সংসদ সদস্যের সহযোগিতায় সকল দুর্নীতি একযোগে উচ্ছেদ করা হবে সে কারনে খুলনার মানুষের স্বাথে শেখ সালাহ্উদ্দিন জুয়েল কে নৌকায় ভোট দিয়ে বিজয়ী করতে হবে আজ সকাল ৮ টার সময় নগরীর ১৬ নং ওয়ার্ডের বয়রা বাজার বয়রা হিন্দু পাড়া, ইসলামিয়া কলেজ রোড, ও মৌ মার্কেট সহ বিভিন্ন এলাকায় গনসংযোগ ও পথসভায় তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা শেখ মো আনোয়ার হোসেন,কাউন্সিলর শেখ মোশাররফ হোসেন,হাসান ইফতেখার চালু,,কাউন্সিলর আমেনা হালিম বেবি, শফিকুর রহমান পলাশ, আবিদ উল্লাহ, খন্দকার বাহাউদ্দিন,শেখ আরিফ উল্লাহ,তপন বালা,লিলি বেগম,রেশমা বেগম ও দেলোয়ার হোসেনসহ দলের বিভিন্ন পর্যায়ের মান্য গন্য ব্যক্তিবর্গ ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।