ফকিরহাটের টুকরো সংবাদ

655

ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান
সহকারিকে গুলি করে হত্যার চেষ্টা

বাগেরহাটের ফকিরহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান সহকারিকে হত্যার উদ্দ্যেশে গুলি করেছে দুর্বৃত্তরা। পুলিশ ও ভুক্তভোগী পরিবারের কাছ থেকে জানা গেছে, সোমবার রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে স্বাস্থ্য কমপ্লেক্সে প্রধান সহকারি অসিম কুমার চক্রবর্তী (৫৫) উপজেলা মোড় থেকে পায়ে হেটে কুন্ডুপাড়া তার নতুন বাড়ীতে যাওয়ার পথে পিছন দিক দিয়ে একটি মটরসাইকেলে দুর্বৃত্তরা আসে। এরপর সে কিছু বুঝে উঠার আগেই তাকে লক্ষ্য করে দুর্বৃত্তরা পিছন দিক থেকে গুলি ছোড়ে। যা তার পিঠের নীচে ডান পাশে গুলিবিদ্ধ হয়। পরিবারের লোকজন ও স্থানীয়রা টের পেয়ে তাকে মারাত্বক আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর সেখান থেকে তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে ভর্তি করা হয়েছে। এ ব্যাপারে আহতের স্ত্রী প্রধান শিক্ষিকা দুর্গা রানী ঘোষ নিজ বাদী হয়ে অজ্ঞাতনামা আসামী করে সংশ্লিষ্ট মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন। যার নং-৩, তারিখ-১৮/১২/২০১৮ইং। অসিম চক্রবর্তী সিংগাতী গ্রামের মৃত সূধীর কুমার চক্রবর্তীর পুত্র। তবে কি কারনে তাকে গুলি করা হয়েছে তা পুলিশ খতিয়ে দেখছেন। এ ঘটনায় অত্র এলাকায় আতংক ছড়িয়ে পড়েছে। ঘটনার সত্যতা স্বীকার করে অফিসার ইনচার্জ আবু জাহিদ শেখ বলেন, জিজ্ঞাসাবাদের জন্য একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের আটকের জোর চেষ্টা চলছে


                                ফকিরহাটে মাসুদ রানার নির্বাচনী প্রচারণা শুরু
ফকিরহাট প্রতিনিধি
একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন বাগেরহাট -১ আসনের বিএনপির মনোনীত প্রার্থী ইজ্ঞিনিয়ার এ্যাডঃ মাসুদ রানা ধানের শীষ প্রতীক নিয়ে গতকাল লখপুর ও পিলজংঙ্গ ইউনিয়নে সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাচনী প্রচরণা চালিয়েছে। এসময় তার সঙ্গে ছিলেন ফরিকহাট উপজেলার সাবেক কামরুল ইসলাম গোরা, উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক মোঃ দেলোয়ার হোসেন, আলিমুল ইসলাম রাজু, পিলজংঙ্গ ইউনিয়ন বিএনপির সভাপতি মোস্তফা , লখপুর ইউনিয়নের যুবদল নেতা মোঃ আলী হোসেন (মেম্বর),মিরাজ শেখ, শরিফুল শেখ, জাহিদুর রহমান লিটন, ছাব্বির শেখসহ শতাধিক বিএনপির অঙ্গ সংগঠনের নেতা কর্মীরা লিফলেট ও নির্বাচনীয় প্রচার পত্র বিতরণ করেছেন।

আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের পক্ষ
হতে শেখ হেলাল
উদ্দীনের নির্বাচনী পথসভা

বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির পক্ষ হতে বাগেরহাট-১ আসনের সাংসদ সদস্য ও আ.লীগ মনোনিত প্রার্থী জননেতা শেখ হেলাল উদ্দীনের নির্বাচনী পথসভা অনুষ্ঠান গতকাল মঙ্গলবার বিকালে কাটাখালী বাসস্ট্যান্ডের বাদল চত্তরে অনুষ্ঠিত হয়। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক শেখ ইমরুল হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবকলীগ কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সভাপতি এ্যাডঃ মোল্লা মোঃ আবু কাওসার, বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রিয় কার্যনির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক মোঃ খায়রুল হাসান জুয়েল ও উপ-দপ্তর সম্পাদক আজিজুল হক আজিজ। উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সদস্য সচিব কাজি বেলাল সাইদ এর সঞ্চালনায় অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন, ফকিরহাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি স্বপন দাশ। এসময় অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন, জেলা স্বেচ্ছাসেবকলীগের আহবায়ক মোঃ মুস্তাফিজুর রহমান সোহেল, যুগ্ন-আহবায়ক সরদার আব্দুল কাদের ও বিশ^জিৎ সরকার। পরে ফকিরহাট উপজেলা স্বেচ্ছাসেবকলীগের উদ্যোগে একটি মিছিল কাটাখালী বাসস্ট্যান্ডের বিভিন্ন স্থানে নৌকার পক্ষে শ্লোগান তুলে মিছিল প্রদান করা হয়। এসময় ৮টি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের বিভিন্ন নের্তৃবৃন্দ উপস্থিত ছিলেন। ###

                              ফকিরহাটে মহান বিজয় দিবস পালিত
ফকিরহাট উপজেলা সদরসহ প্রত্যন্ত অঞ্চলের শিক্ষা প্রতিষ্ঠান ও ব্যাবসায়িক প্রতিষ্ঠানে যথাযত মর্যাদায় মহান বিজয় দিবস পালিত হয়েছে। গতকাল ৭.৩০ মিনিটে বেতাগা ইউনাইটেড মডেল মাধ্যমিক বিদ্যালয়ে শহীদ মিনারে মাল্যদান করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বেতাগা ইউনিয়নের চেয়ারম্যান স্বপন দাশ, বিশেষ ব্যত্তিত্ব ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষক অফিসার মোঃ জাহিদুর রহমান,এসময়ে উপস্থিত ছিলেন বেতাগা ইউনিয়নের আওয়ামীলীগের সভাপতি দুলাল চন্দ্র দাশ, ইউনিয়নের সাধারণ সম্পাদক ইউনূস আলী,স্কুলের প্রধান শিক্ষক প্রদুৎ কুমার দাশ, শিক্ষক নাজমূল ইসলাম, একরাম হোসেন বকুল,নিলুফা ইয়াসমিন (রানী) পৃতিশ দাশ, এবং অন্যান্যদের মধ্যে ছিলেন এনসান উদ্দিন শেখ , ফোরকান শিকারী প্রমুখ সকাল ৮ টায় বেতাগায় বিভিন্ন সড়কে একটি র‌্যালী প্রদক্ষিন শেষে পার্টি অফিসে এসে মহান বিজয় দিবস উপলক্ষে বিভিন্ন কর্মসূচী গ্রহন করা হয়। এসময়ে আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন। অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানগুলো হচ্ছে ধনপোতা মাসকাটা ইউনাইটেড মাধ্যমিক , শুভদিয়া কে,বি মাধ্যমিক বিদ্যালয়, তেকাটিয়া মাধ্যমিক বিদ্যালয়, বেতাগা আদর্শ বালিকা বিদ্যালয়, শহীদ সৃস্মি ডিগ্রী মহাবিদ্যালয়, লখপুর কলেজিয়েট স্কুল , পিলজংগ মাধ্যমিক বিদ্যালয়সহ সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে মহান বিজয় দিবস পালিত হয়েছে।