আপনাদের ভোটের মর্যাদা রাখবো : শেখ জুয়েল

540

খুলনা -২ আসনে মহাজোট মনোনীত প্রার্থী শেখ সালাহ্উদ্দিন জুয়েল বলেন বাংলাদেশ কে সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে হবে এবং খুলনা কেও একই ভাবে সাজাতে হবে তাই খুলনাবাসির সহযোগিতা বিশেষ ভাবে প্রয়োজন, তাই আপনাদের মূল্যবান ভোট ই পারে বাংলাদেশ কে উন্নত দেশের বাজারে দাড় করাতে। তিনি বলেন ব্যবসায়ী ভাবে খুলনাকে আরো প্রতিযোগিতার স্থানে নিয়ে যেতে হবে তিনি খুলনাবাসির প্রতি আহবান জানিয়ে বলেন আমাকে একটি ভোট দিন আপনাদের ভোটের মর্যাদা আমি রাখবো। আজ দিন ব্যাপী খুলনা ১৯ ও ২৯ নং ওয়ার্ডসহ বিভিন্নস্থানে গনসংযোগ, পথসভা ও মতবিনিময় কালে তিনি এসব কথা বলেন, এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও ১৪ দলের সমন্বয়ক আলহাজ্ব মিজানুর রহমান মিজান এমপি, বাংলাদেশের ক্রিকেট বোর্ডের পরিচালক শেখ সোহেল, আওয়ামীলীগ নেতা এমডিএ বাবুল রানা, জামাল উদ্দিন বাচ্চু, মো মুন্সি মাহাবুব আলম সোহাগ, এ্যাড মো সাইফুল ইসলাম, সিদ্দিকুর রহমান বুলু বিশ্বাস কাউন্সিলর ফকির মো সাইফুল ইসলাম এ্যাড জেসমিন সুলতানা জলি,এ্যাড শামীম মোশাররফ, ইলিয়াস হোসেন সহ দলের বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীরা

প্রতিবেদক :  মো. আলামিন খাঁন, চিত্রগ্রহণে : মাসুম গাজী ,