গাজী মাসুম , বিশেষ প্রতিনিধি
খুলনা-৩ আসনের আওয়ামীলীগ মনোনীত মহাজোটের সংসদ সদস্য প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন বাংলাদেশকে সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে হবে। সমৃদ্ধ দেশ হিসেবে গড়তে হলে খুলনাকেও একই ভাবে সাজাতে হবে। খুলনাকে সাজাতে হলে খুলনাবাসির সহযোগিতা বিশেষ ভাবে প্রয়োজন।সে কারনে নৌকা প্রতীকে ভোট দিন আমরা সমৃদ্ধ আধুনিক খুলনা উপহার দিবো। খুলনা-৩ আসনের সবস্থানে অনেক স্কুল-কলেজ প্রতিষ্ঠা করা হয়েছে আগামীতে আরো শিক্ষা প্রতিষ্ঠান গড়েতোলা হবে যাতে করে এ অঞ্চলের শিক্ষার্থীদের লেখাপড়া সহজতর হয়। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গতকাল খালিশপুর থানাধীন ১৪ নং ওয়ার্ডে প্রচার-প্রচারনা ও গণসংযোগ কালে এসব কথা বলেন তিনি। ১৪ওয়ার্ডের রায়েরমহল, বয়রা,বৈকালীসহ বিভিন্ন স্থানে গণসংযোগ করেন তিনি। এ সময় তিনি শেখ হাসিনা ক্ষমতায় এলে দেশের মানুষ উন্নয়নের ছোয়ায় সুখে, শান্তিতে বসবাস করবে। এ সময় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামীলীগ নেতা মুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ, শেখ ফারুক আহমেদ, আলহাজ্বমোঃ আশরাফুল ইসলাম, কাউন্সিলির,শেখ মোশারেফ হোসেন,১৪ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি কাজী এনায়েত আলী আলো, সাধারন সম্পাদক সাহাজাহান জমাদ্দার,আলহাজ ¦ শেখ পলাশ,বেলায়েত হোসেন, আজগর আলী, কাউন্সিলর এ্যাডভোকেট মেমোরী সুফিয়া রহমান শুনু, তসলিমা লিমা, নাজনীন প্রমুখ। উল্লেখ্য, আগামীকাল বৃহস্পতিবার সকালে আড়ংঘাটা ইউনিয়নের বিভিন্ন যায়গায় সাবেক এই প্রতিমন্ত্রী গণসংযোগ করবেন।