এম হুসাইন সাব্বির, খানজাহান আলী থানা প্রতিনিধি
আসন্ন একাদশ জাতীয় নির্বাচনে খুলনা- ৫ আসন থেকে ২৩ দলীয় মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার আজ বিকালে খানজাহান আলী থানার আটরা গিলাতলা ইউনিয়নের ৪ নং ওয়ার্ড এলাকায় গণসংযোগ করেন এবং গিলাতলা আটরা শ্রীনাথ স্কুলমাঠে , গনসংযোগের আগে বক্তব্য রাখেন, তিনি বলেন সকল হামলা মামলার, জেল জুলুম উপেক্ষা করে গণতন্ত্র ফিরিয়ে আনতে এবং বেগম জিয়াকে মুক্ত করতে হবে। সকলেকে ঐক্যবদ্ধ থেকে কাজ কাজ করতে হবে। এসময় তার সাথে ছিলেন খুলনা মহানগর বিএনপির সহ-সভাপতি শেখ ইকবাল হোসেন, গিলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি অধ্যাপক ওয়াহিদুজ্জামান, জেলা বিএনপির সহ-সভাপতি এস এ রহমান বাবুল, অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক শেখ আব্দুস সালাম, শেখ হাসিবুল হাসান, মোঃ জাহিদুল ইসলাম, মিনা মুরাদ, আলহাজ্জ শেখ আলামিন, শেখ আনোয়ার হোসেন, শেখ মোসলেম হোসেন, ছাত্রদল নেতা বিল্লাল হোসেন, মাসুম বিল্লাহ, তৌহিদুর রহমানসহ ২৩ দলীয় জোটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।