ফকিরহাটে নির্বাচনকে সামনে রেখে প্রসাশন তৎপর
আসন্ন একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ফকিরহাট থানা প্রসাশন তৎপর হয়ে উঠেছে। সশস্ত্র চরমপন্থীদের অপরাধ কর্মকান্ড ঠেকাাতে ফকিরহাট ও তার আশ – পাশে অভিযানে নেমেছে থানা প্রসাশন । একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে কোন রকম সন্ত্রাসী কর্মকান্ড সংহিসতার কোন ঘটনা না ঘটতে পারে আর কোন গোষ্ঠী যদি সন্ত্রাসী কর্মকান্ড করে তাহলে কাউকে কোন প্রকার ছাড় দেওয়া হবেনা বলে হুশিয়ারী দিয়েছেন ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু জাহিদ শেখ। তিনি জানান, পূর্বের তুলনায় আইন শৃঙ্খলা স্বাভাবিক পরিস্থিতিতে রয়েছে। একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে যে কোন সন্ত্রাস, অপরাধ কর্মকান্ড ও সহিংসতা ঠেকাতে থানা প্রসাশন সহ অন্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে তৎপর এবং ফকিরহাট ও তার আশ পাশে সম্ভাব্য স্থানে সন্ত্রসী কর্মকান্ড ও সহিংসতা ঠেকাতে থানা প্রসাশন প্রস্তুত রয়েছে। এছাড়া নিয়মিত টহল জোরদার অব্যাহত রয়েছে।
শেখ হেলালের পক্ষে ভোটারদের বাড়ীতে বাড়ীতে নৌকা প্রতীকে ভোট প্রার্থনা
একাদ্বশ জাতীয় নির্বাচনকে সামনে রেখে প্রচার প্রচারণায় মুখর হয়ে উঠেছে বাগেরহাট -১ আসনের মনোনীত প্রার্থী শেখ হেলাল উদ্দিনের প্রচার প্রচারণা। মাইকিং গ্রাম থেকে পাড়ায় পাড়ায় উঠান বৈঠক ও পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে ফকিরহাট উপজেলার সর্বত্র জায়গায়। ফকিরহাট উপজেলায় আওয়ামীলীগের সভাপতি ও বেতাগা ইউনিয়নের চেয়ারম্যান স্বপন দাশ নৌকার প্রার্থী জননেতা শেখ হেলাল উদ্দিনের পক্ষে ৮টি ইউনিয়নের সমস্ত বাড়ীতে বাড়ীতে ভোট প্রার্থনা করছেন। দিন-রাত বিরতিহীন ভাবে দলীয় আওয়ামীলীগ ও অংগ সংগঠনের নেতা কর্মীদের নিয়ে নৌকা প্রতীকে বিজয়ের লক্ষ্যে একান্তভাবে নির্বাচনীয় প্রচার প্রচারণা ও গ্রামসহ প্রতিটি পাড়াতে উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। তার একটাই লক্ষ্য নৌকা প্রতীককে বিপুল ভোটের ব্যবধানে বিজয় নিশ্চিত করবেন। আর প্রধান মন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারাকে অব্যাহত রাখার জন্য নিরলস ভাবে প্রচার প্রচারণা সভার শীর্ষে অবস্থান তার।