বিজয়ের মাসে নৌকার বিজয় নিশ্চত করুন – ডা : মোজাম্মেল

524

মোড়েলগঞ্জ থানা প্রতিনিধি:

বাগেরহাটের মোড়েলগঞ্জ উপজেলার নিশানবাড়িয়া ইউনিয়নে আওয়ামী লীগের উদ্যোগে একাদশ জাতীয় সংসদ নির্বাচনী এক বিশাল জনসভা অনুষ্ঠিত হয়। গতকাল বুধবার বিকেল ৫টায় ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত নিশানবাড়িয়া ইউনিয়ন পরিষদ মাঠে এ নির্বাচনী জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্যকালে বাগেরহাট জেলা আওয়ামী লীগের সভাপতি একাধিকবার নির্বাচিত সংসদ সদস্য আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ডা. মোজাম্মেল হোসেন বলেন, বিজয়ের মাসে স্বাধীনতার স্বপক্ষের দল আওয়ামী লীগকে নৌকায় ভোট দিয়ে পুনরায় বিজয় করুন। জননেত্রী শেখ হাসিনার সরকারের আমলেই জাতীর শ্রেষ্ঠ সন্তান মুক্তিযোদ্ধাদের সর্বাধিক মূল্যায়ন করেছে। তিনি দেশের উন্নয়নের জন্য অর্থনৈতিক মুক্তি প্রতিটি সেক্টরে উন্নয়নের এক রোল মডেল স্থাপন করেছেন। তাই এ উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আবারো আওয়ামী লীগের নৌকা প্রতিকে ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার আহŸান জানান। ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক হাফিজুর রহমানের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক মিজানুর রহমান জনি, উপজেলা চেয়ারম্যান এ্যাড. শাহ-ই আলম বাচ্চু, জেলা আ.লীগের উপদেষ্ঠা মন্ডলির সদস্য লায়ন সামছুল আলম, উপজেলা আ.লীগের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোসলেম উদ্দিন, সহ সভাপতি সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার লিয়াকত আলী খান, অধ্যাক্ষ শাহাবুদ্দিন তালুকদার, উপজেলা শ্রমীক লীগের সভাপতি আলমঙ্গীর হোসেন বাদশা, সম্পাদক জালাল উদ্দিন তালকদার, কৃষকলীগের সভাপতি আব্দুল হালিম জোমাদ্দার, অন্যান্যের মধ্যে এ সময় বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক চেয়ারম্যান আব্দুর রহিম বাচ্চু, যুগ্ন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন বাদল ও সাংগঠনিক সম্পাদক অধ্যাপক কামরুল ইসলাম পলাশ প্রমুখ। সভাশেষে এক দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। নির্ধারিত জনসভার পূর্ব থেকেই বেলা ৩টা থেকে বিভিন্ন ওয়ার্ড থেকে হাজার হাজার জনতা সহ ইউনিয়ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিল শহকারে সভাস্থল মাঠ পরিপূর্ন করে তোলে।