খুলনার ৫ ও ৬ আসন থেকে বহিরাগতদের এলাকা ত্যাগের নির্দেশ

635

মো, আলামিন  খাঁন, ডেক্স রিপোট
খুলনা কয়রা, পাইকগাছা, ফুলতলা ও রুপসা উপজেলা বহিরাগতদের এলাকা ত্যাগের নির্দেশ দিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক। খুলনায় ৯ টি উপজেলায় ৪ টি সংসদীয় আসন রয়েছে। ভোটগ্রহণ কার্যক্রম সুষ্ঠু ও সুন্দর ভাবে সম্পন্ন করার লক্ষ্যে ভোট গ্রহনের এক সপ্তাহ পূর্ব হতে ভোটগ্রহনের পরের দিন পর্যন্ত কয়রা,পাইকগাছা,ফুলতলা,ও রুপসা উপজেলায় ভোটার এবং এলাকার স্থায়ী অধিবাসী ব্যতীত বহিরাগত সংশ্লিষ্ট এলাকা ত্যাগ করার কথা বলেন।
উক্ত সময়ে এলাকার স্থায়ী অধিবাসী এবং ভোটার ব্যতিত অন্য কাউকে পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে জানা গেছে কয়রা ও পাইকগাছা মিলিয়ে খুলনা ৬ আসন এখানে নৌকা প্রতিক নিয়ে লড়ছেন আওয়ামীলীগ নেতা আখতারুজ্জামান বাবু ও ধানের শীষ প্রতিক নিয়ে লড়ছেন জামায়াত নেতা আবুল কালাম আজাদ তিনি কারাবন্দি। অন্যদিকে ফুলতলা ও ডুমুরিয়া নিয়ে খুলনা ৫ আসন এখানে নৌকা প্রতিকের প্রাথী মৎস্য ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ণ চন্দ্র চন্দ ও ধানের শীষের প্রাথী জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির মিয়া গোলাম পরওয়ার। খুলনা ৯ টি উপজেলার মধ্যে শুধু মাএ ৪ টি উপজেলা থেকে বহিরাগতদের এলাকা থেকে ত্যাগের নির্দেশ প্রসঙ্গে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক মো হেলাল হোসেন বলেন এখন ৪ টি উপজেলা দেওয়া হয়েছে পর্যায়ক্রমে অন্য উপজেলায় দেওয়া হবে।