খুলনায় ইভিএম বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত

550

মো ,আলামিন খাঁন, ডেক্স রিপোট

একাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইলেকট্রনিক ভোটিং মেশিন ইভিএম ও সার্বিক বিষয়ে হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টান ঐক্য পরিষদের নেতৃবৃন্দ, সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে এক মতবিনিময় সভা আজ দুপুরে খুলনা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মো হেলাল হোসেন এর সভাপতিত্বে তার সন্মেলনকক্ষে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সকল শ্রেনি পেশার মানুষের স্বতস্ফুর্ত অংশগ্রহন নিশ্চিত করতে সরকারের চেষ্টা অব্যাহত আছে। বিগত সময়ের নিরাপত্তা ব্যাবস্থা পর্যালোচনা করে শান্তিপূর্ন নির্বাচন পরিবেশ নিশ্চিত করা হবে অধিকাংশ ভোটার ইভিএম পদ্ধতিতে প্রথম ভোট দিবে ইভিএম পদ্ধতিতে বায়োমেট্রিক যাচাই ও ব্যক্তির উপস্থিতি বাধ্যতামূলক কেন্দ্র দখল করে ভোট প্রদান, জাল ভোট দেওয়া,একজনের ভোট অন্যজন দেয়া সম্ভব না। এক্ষেএে ভোট গ্রহনের পর স্বল্প সময়ে কেন্দ্রের ফলাফল ঘোসনা করা হবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খুলনার পুলিশ সুপার এস এম শফিউল্লাহ, অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক জিয়াউর রহমান সহ হিন্দু, বৌদ্ধ, খ্রীষ্টান ঐক্য।