বদরুজ্জামান খোকা, জেলা প্রতিনিধি সাতক্ষীরাঃ-
সাতক্ষীরা ২ আসনে লাঙ্গল প্রতীকে মনোনীত প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়নের পক্ষে নির্বাচনী দিকনির্দেশনা মূলক এবং কুটকৌশল সম্পর্কে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ২২ শে ডিসেম্বর শনিবার বিকাল ৪ ঘটিকার সময় জাতীয় পার্টির জেলা নির্বাচন অফিসে এই আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি শেখ মাতলুব হোসেন লিয়ন বলেন মানুষ যাতে নির্ভয়ে ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে পারে সেজন্য কর্মীদের সজাগ থেকে হাতে হাত রেখে কাজ করতে হবে। কেহ যাতে বল প্রয়োগ করতে না পারে সেজন্য সজাগ দৃষ্টি রাখতে হবে। লিয়ন বলেন লাঙ্গলের প্রার্থী আমি না লাঙ্গলের প্রার্থী সাধারন জনগন। সব ইউনিয়নে সকলকে লাঙ্গল এর জন্য নিজে নিজে এলাকায় দুর্গ গড়ে তুলতে হবে। আমরা মারামারি হানাহানি রক্তপাতে বিশ্বাসী নই।ভোটাররা যদি চাই পল্লীবন্ধু এরশাদের হাতকে শক্তিশালী করতে তাহলে অবহেলিত সাতক্ষীরার উন্নয়ন এগিয়ে নিতে সকল বাধা বিপত্তি উপেক্ষা করেও লাঙ্গলের প্রতিকে বিপুল ভোটের মাধ্যমে বিজয় নিশ্চিত হবে ইনশাআল্লাহ। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি নেতা নুরুল ইসলাম। জেলা জাপার সহ সভাপতি ও উপজেলা জাপার আহ্বায়ক সরদার আব্দুল মজিদ। জেলা জাপার সাংগঠনিক সম্পাদক সদর উপজেলার সদস্য সচিব শেখ শরিফুজ্জামান বিপুল, পৌর জাপার সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, উপজেলা জাপার যুগ্ম সাধারণ সম্পাদক ডাক্তার মোহাম্মদ আলফাজ আলী, সহ ১৪ টি ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক সহ সকল নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।