আফিলগেট একতা যুব সংঘের নৌকার পক্ষে নির্বাচনীয় গনসংযোগ

577

এম. হুসাইন সাব্বির, খানজাহান আলী থানা প্রতিনিধি

খুলনা মহানগরীর খানজাহান আলী থানাধীন আটরা আফিলগেট একতা যুব সংঘের উদ্যেগে আজ রোববার বিকাল সাড়ে ৪টার দিকে খুলনা-৫ আসনের আওয়ামীলীগ মনোনীত প্রার্থী মৎস ও প্রানী সম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি’র পক্ষে নির্বাচনীয় গনসংযোগ ও মিছিল বের হয়। এ সময় একতা যুব সংঘের সদস্যরা আসন্ন ৩০ ডিসেম্বর নির্বাচনে আওয়ামীলীগের বিজয়ে আগ মুহুর্ত পর্যন্ত ঘরে না  ফেরার শপথ গ্রহণ করে। অন্যদিকে তাঁরা নৌকার প্রার্থী নারায়ন চন্দ্র চন্দকে  বিজয়ের লক্ষে সাধারন মানুষের মাঝে আওয়ামীলীগের বিগত দিনের উন্নয়নের বিষয় তুলে ধরেন। নির্বাচনী প্রচার প্রচরনায় একতা যুবসংঘের পক্ষ  থেকে  শেখ কিবরিয়ার  নেতৃত্বে  আফিলগেট  শেখপাড়া  থেকে শুরু করে ৩৬নং ওয়ার্ড আওয়ামলীগ অফিস পর্যন্ত একটি মিছিল  বের হয়। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  শেখ রফিকুল ইসলাম, শেখ রাসেল, শেখ তুষার,  শেখ আবিদ, সৈয়দ তৌহিদুল ও  শেখ সবুজ (প্রমুখ)