ফকিরহাট থানা প্রতিনিধি:
একাদ্বশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে বাগেরহাট -১ আসনে (ফকিরহাট, চিতলমারী, মোল্লাহাট) আওয়ামীলীগের মনোনীত প্রার্থী জননেতা জননেতা শেখ হেলাল উদ্দিনের নৌকা প্রতীকের গনসংযোগ করা হইয়াছে। গতকাল সকাল থেকে ফকিরহাটে আওয়ামীলীগ ও যুবলীগের উদ্যেগে এ গনসংযোগ করেছেন। উপজেলা আওয়ামীলীগের সভাপতি বেতাগা ইউনিয়নের চেয়ারম্যান স্বপন দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শিরিন আক্তার বলেন, প্রধান মন্ত্রীর শেখ হাসিনার উন্নয়নের ধারা জনগনের মধ্যে ব্যাক্ত করেন। শেখ হেলালের উদ্দিনের পক্ষে নৌকা মার্কা ভোট প্রার্থনা ও নৌকা মার্কাকে বিজয় করার আহব্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন বেতাগা আওয়ামীলীগের সভাপতির দুলাল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক ইউনুস আলী শেখ, বেতাগা ইউনিয়নের যুবলীগের সাধারণ সম্পাদক ইমরুল হাসান নির্বাচন পরিচালনা কেন্দ্রের সদস্য সচিব নাজমুল হুদা,অজয় কুমার বিশ্বাস , একরাম হোসেন বকুল, মিজানুর রহমান, পঙ্কজ দাশ, আনন্দ দাশ, অলিপ দাশ, মোস্তাফিজুর রহমান সহ শতাধিক নেতা কর্মীরা ফকিরহাটের ৮টা ইউনিয়নের সভা ,ওয়ার্ড সভা, উঠান বৈঠক করেছেন বেতাগা, ০৫ নং ওয়ার্ড , চাকুলি, ধনপোতা, মাসকাটা, ষাটতলা, শুভদিয়া, তেকাটিয়া, কচুয়া, ঘনশ্যামপুর, দিয়াপাড়া, পোলের বাজার ,বিঘাই, তালবাড়ী, লখপুর , কাটাখালি নওয়াপাড়া, জাড়িয়া, ভবনা, খাজুরা, বাউডাঙ্গা, পিলজংঙ্গ, বৈলতলী, সদের বটতল, বাহিরদিয়া, মানসা, ফকিরহাট সদর , মুরঘর, রাজপাট, আট্টকি, মানসা বাজার, কামটা , মৌভোগ সহ নেতৃবৃন্দরা বাড়ী বাড়ী ভোটারদের কাছে নৌকা মার্কায় ভোট দিয়ে বিজয় করে আগামী ৩০শে ডিসেম্বর তারিখে সকলকে নৌকা মার্কায় ভোট প্রদান করার আহব্বান জানান।