বিএনপি স্বাধীনতা বিরোধী চক্রকে নিয়ে ভোট যুদ্ধে নেমেছেঃ মন্নুজান

512

গাজী মাসুম:
খুলনা-৩ আসেনর মহাজোট প্রার্থী বেগম মন্নুজান সুফিয়ান এমপি বলেছেন দেশের সাধারণ মানুষ জামাত-বিএনপি জোটকে ঘৃনা করে। মানবতা ও স্বাধীনতা বিরোধী চক্রকে নিয়ে ভোট যুদ্ধে নেমেছে বিনএপি, ভোটাররা তাদের প্রত্যাখান করেছে। ৩০ ডিসেম্বর আবারো নৌকা মার্কায় ভোট দিয়ে মানুষ তাদের ঘৃনার প্রতিফলন ঘটাবে।একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রচার ও গণসংযোগ কালে তিনি এ সব কথা বলেন।
গতকাল সকালে বঙ্গবন্ধু সরকারী প্রাথমিক বিদ্যালয়ে স্থানীয় মাদ্রাসা ও বিভিন্ন স্কুলের শিক্ষকদের নির্বাচনী মতবিনিময় এ প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন। এরপর তিনি ১৩ নং ওয়ার্ডে গণসংযোগ করেন। এ সময় উপস্থিত ছিলেন নগর আ’লীগ নেতা আলহাজ¦ মোঃ আশরাফুল ইসলাম, খালিশপুর থানা আ’লীগের সভাপতি আলহাজ¦ এ,কে,এম সানাউল্যাহ নান্নু, সাধারণ সম্পাদক আলহাজ¦ মনিরুল ইসলাম বাশার, প্যানেল মেয়র-১ আমিনুল ইসলাম মুন্না, ওয়ার্ড আ’লীগের সভাপতি এস,এম মোর্শেদ আহমেদ মনি, সাধারণ সম্পাদক জিয়াউল আলম খোকন, কাউন্সিলর এস,এম খুরশিদ আহমেদ টোনা, পারভীন আক্তার। এরপর তিনি খালিশপুর হার্কস ইউনিয়ন আয়োজিত নির্বাচনী প্রচার ও পথ সভায় বক্তৃতা করেন। হর্কাস ইউনিয়নের সভাপতি মনিরুল ইসলাম মনিরের সভাপতিত্বে সভায় অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন খালিশপুর থানা যুবলীগের আহবায়ক ও বণিক সমিতির সাধারণ সম্পাদক সাহিদুর রহমান সাঈদ, হর্কাস ইউনিয়নের সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, গোলাম সরোয়ার, একরাম মুন্সি জাপা নেতা এমদাদুল হক চুন্নু, সোহেল রানা, আল আমিন বাবু, সাহিদ মোল্যা প্রমূখ। পরে সন্ধায় ৯নং ওয়ার্ডেররেল সাইডে এক মহিলা সমাবেশ অনুষ্টিত হয় । সভায় সভাপতিত্ব করেন আওয়ামীলীগ নেতা তকদীর হোসেন বাবু,বক্তৃতা করেন নগর আ’লীগ নেতা আলহাজ¦ মোঃ আশরাফুল ইসলাম, কাউন্সিলর মুন্সি আব্দুল ওয়াদুদ, বাংলাদেশ ব্যাংক কর্মচারী সমিতির সাবেক সাধারন সম্পাদকসহ প্রমুখ বক্তব্য রাখেন। রাতে খৃষ্টান সম্প্রদায়ের সাথে বড়দিনের শুভেচ্ছা বিনিময় করেন।