সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের বিষয় বিবেচনা করবে কমিশন

449

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকদের মোটরসাইকেল ব্যবহারের অনুমতির বিষয়ে নির্বাচন কমিশন (ইসি) বিস্তারিত আলোচনা করে সিদ্ধান্ত জানাবে। গতকাল নির্বাচন ভবন মিলনায়তনে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় এমন কথা বলেন- ইসি সচিব হেলালুদ্দীন আহমদ।

তবে, জাতীয় সংসদ নির্বাচনে নিরবচ্ছিন্নভাবে সংবাদ সংগ্রহ করতে জেলা পর্যায়ে ও প্রত্যন্ত অঞ্চলে সাংবাদিকরা মোটরসাইকেল ব্যবহার করতে পারবেন। ইসি সচিব জানান, এজন্য সাংবাদিকদের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে মোটরসাইকেল ব্যবহারের অনুমতি নিতে হবে। নির্বাচন কমিশন সচিবের এমন মতামতে অবশ্য আপত্তি জানিয়েছেন সাংবাদিকরা। রাজধানীসহ সারা দেশেই মোটরসাইকেল ব্যবহারের অনুমতির জোর দাবি জানান বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা। জাতীয় সংসদ নির্বাচন নির্বিঘ্নে সম্পন্ন করতে ২৮শে ডিসেম্বর থেকে চারদিন মোটরসাইকেল ব্যবহারে শিথিলতার কথা জানিয়ে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়।