শেখ হেলালের আগমনের উপলক্ষে আনন্দ মিছিল
ফকিরহাটের বেতাগায় গতকাল সন্ধ্যার পরে ২৭ শে ডিসেম্বর শেখ হেলাল উদ্দিন এমপির বেতাগায় শুভ আগমন উপলক্ষে ফকিরহাট আওয়ামীলীগ ও সহযোগী অংগ সংগঠনের আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মিছিলটি বেতাগার জয় বাংলার মোড় (গাবতলা) হতে বিভিন্ন সড়কে প্রদক্ষিন শেষে আওয়ামীলীগের নিজস্ব কার্যালয়ে এসে এসময় বক্তন্য উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতাগা ইউনিয়নের চেয়ারম্যান বাবু স্বপন দাশ ,ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি বাবু দুলাল চন্দ্র দাশ, সাধারণ সম্পাদক ইউনূস আলী শেখ বক্তারা বলেন, শেখ হেলাল উদ্দিনের জনসভাকে সফল করার লক্ষে ব্যাপক প্রস্তুতি গ্রহন করেছেন।
বেতাগায় সাবেক মেম্বর সুলতান মাহামুদের মৃত্যুর শোক
ফকিরহাটের বেতাগা ইউনিয়নের সাবেক মেম্বর ও আনসার ভিডিপির কমান্ডার সুলতান মাহামুদ (৬৫) মৃত্যু বরণ করেছেন। ইন্নালিল্লাহি ……রাজিউন মৃত্যুকালে তিন পুত্র, দুই কন্যা, স্ত্রীসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। গতকাল সোমবার রাত ২টা ৪৪ মিনিটের সময় খুলনা আবু নাসের বিশেষায়িত হাসপাতালে হার্ড ও লিবার সমস্যাজনিত কারনে তার মৃত্যু হয়। সুলতান মাহামুদের মরদেহ মাসকাটা গ্রামের পৌছালে তাকে দেখতে যান ফকিরহাট উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও বেতাগা ইউনিয়নের চেয়ারম্যান বাবু স্বপন দাশ। তিনি শোক ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। অন্যান্যদের মধ্যে ছিলেন ইউপি সদস্য জামাল হোসেন, শিক্ষক নাজমুল হুদা, ইউপি সদস্য নির্মলেন্দু দেবনাথ, (ছটকা) ইউপি সদস্য ফুরকান শিকারী, শিক্ষক ইকরাম হোসেন বকুল, রহমত আলী শেখ, আলহাজ মাওলানা আব্দুল হাই শেখ, মাওলানা খায়রুল ইসলাম সহ শত শত নারী ও পুরুষ তাকে দেখতে যান। মরহুমের নামাজের জানাজা মাসকাটা পূর্বপাড়া মসজিদ প্রাঙ্গনে ইদগাহ বেলা ১১টা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজ পড়ান আলহাজ মাওলানা তৈয়েবুর রহমান। পরে পারিবারিক করব স্থানে দাফন সম্পন্ন করা হয়। সাবেক মেম্বরের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে লখপুরে শেখ হেলালের পক্ষে নৌকা প্রতিকের মটরসাইকেল শোভাযাত্রা ও গনসংযোগ।
বাগেরহাট-১আসনের (ফকিরহাট,মোল্লাহাট,চিতলমারী) একাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গতকাল বিকাল ৩ টায় লখপুর ইউনিয়ন আওয়ামীলীগের উদ্যোগে শেখ হেলালের পক্ষে নৌকা প্রতিকের মটরসাইকেল সোভাযাত্রা ও গনসংযোগ অনুষ্ঠিত হয়। লখপুর ইউনিয়ন আঃ লীগ সভাপতি আলহাজ মো:আবুল হোসেনের নেতৃত্বে মটরসাইকেল সোভাযাত্রাটি লখপুর জলছত্তর বটতলা থেকে ইউনিয়নের ৯টি ওয়ার্ড ঘুরে জলছত্তরে শেষ হয়।শোভাযাত্রা শেষে নেতা কর্মিরা স্থানীয় আওআমীলীগ কার্যালয়ে মিলিত হয়ে আলোচনা সভা করেন।সভায় সভাপতিত্ব করেন আলহাজ মো:আবুল হোসেন। সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন লখপুর ইউনিয়ন আঃলীগ এর সাধারন সম্পাদক এম ডি সেলিম রেজা, সাংগঠনিক সম্পাদক উপজেলা আঃ লীগ, শেখর রঞ্চন দেবনাথ ত্রান ও দূর্যোগ বিষয়ক সম্পাদক, তপন দেবনাথ (ভজন) ,ইউনিয়ন ছাত্রলীগ এর সভাপতি জয়ন্ত দাস,সাধারন সম্পাদক মো:মিরাজুল ইসলাম। ইউনিয়ন যুবলীগ সভাপতি জাহিদ ইকবাল, আবু রাসেল মোড়ল রাজু, মেহেদী হাসান, শেখ সেলিমসহ শতাধিক নেতাকর্মীরা ।সভায় বক্তারা বলেন আগামী নির্বাচনে শেখ হেলাল কে নৌকা প্রতিকে ভোট দিয়ে জয়যুক্ত করে উন্নয়নের ধারা অব্যাহত রাখার আহব্বান জানান।