খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচনে হাবিব সভাপতি, সাহেব আলী সাধারণ সম্পাদক

453

বিশেষ প্রতিনিধি গাজী মাসুম:

খুলনা প্রেসক্লাবের বার্ষিক নির্বাচন-২০১৯ এ এটিএন বাংলার বিভাগীয় প্রধান এসএম হাবিব সভাপতি, দৈনিক পূর্বাঞ্চলের সিনিয়র রিপোর্টার মো. সাহেব আলী সাধারণ সম্পাদক ও একই পত্রিকার বিশেষ প্রতিনিধি রফিউল ইসলাম টুটুল কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন। (২৭ ডিসেম্বর) বৃহস্পতিবার সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিরতীহীনভাবে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। ১২০ জন ভোটারের মধ্যে ১১৬জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। অন্যান্য পদে নির্বাচিতরা হলেন, সহ-সভাপতি (স্থানীয়) দৈনিক পূর্বাঞ্চলের চীফ রিপোর্টার অমীয় কান্তি পাল, সহ-সভাপতি (ঢাকা) দৈনিক মানবজমিনের স্টাফ রিপোর্টার মো. রাশিদুল ইসলাম, সহ-সভাপতি (সম্পাদক) দৈনিক সময়ের খবরের সম্পাদক মো. তরিকুল ইসলাম, যুগ্ম সম্পাদক দৈনিক পূর্বাঞ্চলের চীফ ফটো সাংবাদিক আনোয়ারুল ইসলাম কাজল, সহকারী সম্পাদক (স্থানীয়) দৈনিক খুলনাঞ্চলের স্টাফ রিপোর্টার এম এ জলিল ও দৈনিক পূর্বাঞ্চলের শেখ মাহমুদ হাসান সোহেল, সহকারী সম্পাদক (ঢাকা) বাংলানিউজের মাহবুবুর রহমান মুন্না, নির্বাহী সদস্য (সম্পাদক) দৈনিক প্রবর্তন সম্পাদক মোস্তফা সরোয়ার, দৈনিক দক্ষিণাঞ্চল প্রতিনিদিনের সম্পাদক এসএম সাহিদ হোসেন ও সাপ্তাহিক সত্যের সন্ধ্যানের সম্পাদক মো. ফরিদ আহমেদ, সদস্য (ঢাকা) ইকোনোমিক টাইমসের মো. আনিসুজ্জামান, মাছরাঙা টেলিভিশনের মোস্তফা জামাল পপলু ও সোহেল মাহমুদ, সদস্য (স্থানীয়) সাপ্তাহিক আমাদের খুলনার চীফ রিপোর্টার হাসান আহমেদ মোল্লা, দৈনিক জন্মভুমির চীফ রিপোর্টার সোহরাব হোসেন ও দৈনিক তথ্যের স্টাফ রিপোর্টার এসএম ফরিদ রানা। এতে নির্বাচন পরিচালনা কমিটির প্রধান ছিলেন বিভাগীয় উপ-প্রধান তথ্য অফিসার ম জাভেদ ইকবাল ও সদস্য ছিলেন জেলা তথ্য অফিসের উপ পরিচালক মো. মেহেদী হাসান ও তথ্য অফিসার মঈনুদ্দিন। এদিকে নবনির্বাচিত সকল সদস্যকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা, ন্যাশনাল নিউজ পেপার রিপোর্টারস ফোরাম, ফটো জার্নিলিস্ট এসোসিয়েশন ও টিভি ক্যামেরা এসোসিয়েশন।