মেলবোর্নে বক্সিং ডে টেস্টের দ্বিতীয় দিনে আজ ৪৪৩/৭ সংগ্রহ নিয়ে প্রথম ইনিংস ঘোষণা করে ভারত। চেতেশ্বর পূজারা (১০৬) সেঞ্চুরি পেলেও হতাশ হন অধিনায়ক বিরাট কোহলি (৮২)। তৃতীয় উইকেটে দুইজনের ১৭০ রানের জুটিতে ভর করেই বড় সংগ্রহের ভিত পায় সফরকারীরা। ব্যক্তিগত ৬৩ রানে অপরাজিত থাকেন রোহিত শর্মা। আজিঙ্কা রাহানে ৩৪ ও ঋশব পন্ত ৩৯ রান করেন। প্রথম দিনে ২ উইকেটে ২১৫ রান তোলে ভারত। অভিষিক্ত ওপেনার মায়ানাক আগারওয়াল ৭৬ রানের ইনিংস খেলেন। নিজেদের প্রথম ইনিংসে ৮/০ সংগ্রহ নিয়ে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষ করে অজিরা।