বদরুজ্জামান খোকা , জেলা প্রতিনিধি (সাতক্ষীরা )
সাতক্ষীরা সদর-২ আসনের জাতীয় পার্টির মনোনীত প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়নের লাঙ্গল প্রতীকের বিজয়ী করতে বিভিন্ন দিক নির্দেশনা মূলক আলোচনা করা হয়। আজ ২৮ ডিসেম্বর শুক্রবার বিকাল ৪ ঘটিকার সময় সাতক্ষীরা জাতীয় পার্টির নির্বাচনী কার্যালয় জেলা জাতীয় পার্টির সিনিয়র সহ-সভাপতি বর্ষিয়ান নেতা নুরুল ইসলাম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর ২ আসনের লাঙ্গলের মনোনীত প্রার্থী শেখ মাতলুব হোসেন লিয়ন। এ সময় তিনি বলেন সাতক্ষীরার আসনটি উন্মুক্ত ছিল, আছে এবং থাকবে। সকল কর্মীদের সেনাবাহিনীর উপর ভরসা করে নির্ভয়ে কাজ করার আহ্বান জানান। ভোটের বাইরের দৃশ্য এক আর ভেতরে দৃশ্য অন্য। ভোট স্বচ্ছ নিরপেক্ষ এবং জবাবদিহিতামূলক হবে ইনশাল্লাহ। ভোট নিরপেক্ষ হলে লাঙ্গলের বিজয় কেউ রুখে দিতে পারবে না। এ সময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সহ-সভাপতি আবদুস সালাম, পৌর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক শেখ আব্দুস সাদেক, জেলা ছাত্র সমাজের সভাপতি কায়সারুজ্জামান হিমেল। সদর উপজেলার ১৪টি ইউনিয়নের জাতীয় পার্টির সভাপতি ও সাধারণ সম্পাদক বৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব শেখ শরিফুজ্জামান বিপুল।