শিরোমনি যুবক খুন : তদন্তে পুলিশ

599

 

এম হুসাইন সাব্বির, খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ

খুলনার খানজাহান আলী থানার  শিরোমণি বিসিক এলাকায় সুগুনা পোল্ট্রি ফিডের সহকারী ম্যানেজার এম ডি তানভীর শান্ত(৩০)কে অজ্ঞাত দূর্বৃত্তরা রুমের মধ্যে কুপিয়ে হত্যা করে। অন্যদিকে গুডাউনের অফিস রুমের ক্যাশ থেকে দেড় লাখ টাকা নিয়েগেছে বলে জানাযায়। আজ ২৮/১২/১৮ শুক্রবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশের উদ্ধর্তন কর্মকর্তারা। 

পুলিশ সূত্রে জানাযায়, খানজাহান আলী থানাধীন শিরোমণি বিসিকের সাব ডিলার ডিপোর সহকারী ম্যানেজার তানভীর শান্তকে গতকাল বৃহস্পতিবার রাতের  কোন এক সময় দূর্বৃত্তরা গোডাউনের মধ্যে প্রবেশ করে  কুপিয়ে হত্যা করে এবং  ক্যাশের তালা ভেঙ্গে ১ লক্ষ ৫০ হাজার টাকা নিয়ে  পালিয়ে যায়।  নিহত শান্তর বাড়ি যশোর জেলার ঝিকরগাছা থানার কৃষ্ণনগর গ্রামে । 

এ ব্যাপারে কেএমপি পুলিশের মুখপাত্র সোনালী সেন জানান, হত্যাকান্ডের কারণ অনুসন্ধানে পুলিশের একাধিক বাহিনী কাজ করছে। প্রাথমিক ভাবে প্রেম ঘটিত অথবা এখানে তাস খেলার কিছুর আলামত পাওয়া গেছে।  এ থেকে কিছু রহস্য বের হতে পারে মনে হচ্ছে। তবে যারাই হত্যাকান্ড ঘটিয়েছে তারা পুর্বপরিচিত এটা নিশ্চিত।

সূত্র : সাংবাদিক সাইফুল্লাহ তারেকের নিউজের তথ্য ও উপাত্তের ভিত্তিতে সংবাদ প্রকাশ করা হয়