নৌকার সমর্থকদের হামলায় যশোর-৪ আসনে অভয়নগর উপজেলার শ্রৗধরপুর ইউনিয়নের পাথালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ধানের শীষের এজেন্ট শামসুর রহমান মোল্যা (৭৫) নিহত হয়েছেন।
স্থানীয়রা বলছেন, আজ সকাল সাড়ে ৭টার দিকে তিনি ধানের শীষ প্রতীকের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করার জন্য ওই কেন্দ্রে যাচ্ছিলেন। পথিমধ্যে নৌকা প্রতীকের কর্মী সমর্থকরা তাকে আটকে মারপিট করে বাড়ি পাঠিয়ে দেয়। বাড়ি পৌঁছে তিনি অসুস্থ্য হয়ে পড়েন। একপর্যায়ে দুপুর ১০ টার দিকে তিনি মারা যান। এ বিষয়ে যোগাযোগ করলে অভয়নগর থানার অফিসার ইনচার্জ আলমগীর হোসেন বলেন, শুনেছি সকালে পাথালিয়া কেন্দ্রে গোলযোগের মধ্যে পড়ে তিনি আহত হন। তার দুই হাতে আঘাতের চিহ্ন স্পষ্ট। তবে তার মৃত্যু কি কারণে হয়েছে তা ময়নাতদন্ত রিপোর্ট না পাওয়া পর্যন্ত পরিস্কার করে বলা যাচ্ছে না।
এদিকে স্থানীয় আওয়ামী লীগ নেতাদের দাবি, সাবেক ইউপি মেম্বর বৃদ্ধ শামসুর রহমান মোল্যা হার্ট এ্যাটাকে মারা গেছেন। স্থানীয় শ্রীধরপুর ইউনিয়ন পরিষদের একজন সাবেক চেয়ারম্যান নাম প্রকাশ না করার শর্তে বলেন, সাবেক ওই ইউপি মেম্বর নৌকা কর্মীদের হামলায় গুরুতর জখম হয়ে বাড়ি যাওয়ার পরপরই মারা গেছে। অভয়নগর থানার ওসি আলমগীর হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে।