আন্তর্জাতিক মিডিয়ার শিরোনামে বাংলাদেশের নির্বাচন

250

 

bbc

ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি তাদের প্রধান খবর হিসেবে বাংলাদেশের নির্বাচনকে রেখেছে। বিবিসির প্রধান এই খবরের শিরোনামে লেখা হয়েছে, ‘উচ্চ সতর্কতার মাঝে বাংলাদেশে ভোটগ্রহণ চলছে’। প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাধারণ নির্বাচনে ভোটগ্রহণ চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা টানা তৃতীয় মেয়াদে দেশটির ক্ষমতায় আসতে চাইছেন।

নির্বাচনকে কেন্দ্র করে দেশটিতে উচ্চ নিরাপত্তা সতর্কতা নেয়া হয়েছে। দেশজুড়ে প্রায় ৬ লাখ নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। দেশটিতে ভোটাধিকার  প্রায় ১০ কোটি মানুষের। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে এখন পর্যন্ত প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর কর্মী-সমর্থকদের সংঘর্ষে এক ডজনের বেশি মানুষের প্রাণহানি ঘটে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রধান খবর করা হয়েছে বাংলাদেশের নির্বাচন নিয়ে। ‘বাংলাদেশের নির্বাচন : ব্যাপক সহিংসতার শঙ্কার মাঝেই ভোটগ্রহণ চলছে’ শিরোনাম প্রতিবেদন প্রকাশ করেছে। এতে বলা হয়েছে, রোববার সংসদ নির্বাচনে ১০ কোটির বেশি ভোটার ভোট দেয়ার জন্য ভোটকেন্দ্রের দিকে যাচ্ছেন। নিয়ন্ত্রণমূলক নির্বাচনী পরিবেশ নিয়ে মানবাধিকার সংগঠনগুলোর উদ্বেগের মাঝেই এই ভোটগ্রহণ শুরু হয়েছে।

aljazeera

রোববার স্থানীয় সময় সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়েছে; চলবে বিকেল ৪টা পর্যন্ত। দেশের প্রায় ৪০ হাজার ভোটকেন্দ্রে ভোট অনুষ্ঠিত হচ্ছে। ভোটগ্রহণ শেষে পরপরই ফলাফল আসা শুরু হবে। ঢাকায় ভোট দেয়ার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা গণতন্ত্রে বিশ্বাস করি এবং জনগণের ম্যান্ডেট মেনে নেব।’

সহিংস প্রচারণার পর বাংলাদেশের ভোটের দিনে সংঘর্ষে দুজনের প্রাণহানি ঘটেছে শিরোনামে প্রতিবেদন প্রকাশ করেছে ফরাসি বার্তাসংস্থা এএফপি। প্রতিবেদনে বলা হয়েছে, রোববার বাংলাদেশে ভোটগ্রহণ শুরু হওয়ার পর নির্বাচনী সহিংসতায় দু’জন নিহত হয়েছে। বিরোধীদের ব্যাপক ধরপাকড় ও প্রাণঘাতী নির্বাচনী প্রচারণা শেষে ভোটগ্রহণ চলছে।

কর্তৃপক্ষ বলছে, ভোটকেন্দ্র দখলের চেষ্টার সময় বিরোধীদলীয় সমর্থকদের ওপর পুলিশের গুলিতে একজন মারা গেছেন। পৃথক ঘটনায় ক্ষমতাসীন আওয়ামী লীগের এক কর্মীকে পিটিয়ে হত্যা করেছে বিরোধীরা।

আরও পড়ুন : ব্যাংককে ভারতের সঙ্গে বৈঠকের চেষ্টা বিএনপির, মেলেনি সাড়া 

ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স ‘বাংলাদেশে ভোটগ্রহণ শুরু, জয়ের ব্যাপারে আশাবাদী প্রধানমন্ত্রী হাসিনা’ শিরোনামের প্রতিবেদনে বলছে, সহিংস প্রচারণা শেষে রোববার বাংলাদেশের সাধারণ নির্বাচনে ভোট অনুষ্ঠিত হচ্ছে। দুর্নীতির দায়ে কারাবন্দি বিরোধীদলীয় নেত্রীর অনুপস্থিতিতে শেখ হাসিনা তৃতীয় মেয়াদে ক্ষমতায় আসার ব্যাপারে দৃঢ় আশাবাদী।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রধান প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে, ‘ব্যাপক সংঘর্ষের মধ্যে বাংলাদেশে ভোটগ্রহণ শুরু, নিশ্চিত জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদী শেখ হাসিনা’।

afp

সংবাদের শুরুতে বলা হয়েছে, বাংলাদেশে রাজনৈতিক সহিংসতায় দু’জন নিহত হয়েছে। রোববার দেশটিতে সংসদ নির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। ব্যাপক নিরাপত্তা ব্যবস্থার মাঝেও ক্ষমতাসীন আওয়ামী লীগ ও বিরোধী দল বিএনপির নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে।

আরও পড়ুন : হাসিনার সম্ভাবনাই দেখছে সিএনএন 

ব্রিটিশ প্রভাবশালী দৈনিক দ্য গার্ডিয়ান তাদের প্রধান খবরের শিরোনাম করেছে ‘বাংলাদেশে নির্বাচন : সহিংস প্রচারণার পর ভোটগ্রহণ শুরু’। এতে বলা হয়েছে, বাংলাদেশে গত এক দশকের মধ্যে প্রথম প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। হত্যা, বিরোধীদের গণধরপাকরের পর বাংলাদেশের এই নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।

এছাড়াও পাকিস্তানের দৈনিক ডন, ডেইলি পাকিস্তান, মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস, ওয়াশিংটন পোস্ট, তুরস্কের ডেইলি সাবাহ, আনাদোলু নিউজ এজেন্সি, ব্রিটিশ দৈনিক দ্য ইন্ডিপেনডেন্টসহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমের লিড নিউজে ঠাঁই পেয়েছে বাংলাদেশের আজকের নির্বাচন।