রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত ভবনে নিহতের সংখ্যা ৩৯

528

রাশিয়ায় গ্যাস বিস্ফোরণে ধ্বংসপ্রাপ্ত ভবনে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৯ জনে। বৃহস্পতিবার উদ্ধারাভিযান সমাপ্তির পর এ সংখ্যা নিশ্চিত করেছে কর্তৃপক্ষ। এর মধ্যে ৩৮ টি মরদেহের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। আর কোনো মৃতদেহ উদ্ধারের সম্ভাবনা নেই বলেও জানিয়েছেন তারা। এ খবর দিয়েছে আল-জাজিরা।
সোমবার মস্কো থেকে ১৭০০ কিলোমিটার দূরের শিল্পোন্নত ম্যাগ্নিতোগোরস্ক শহরে গ্যাস বিস্ফোরনের ফলে একটি দশ তালা ভবন ধ্বংস হয়ে যায়। প্রায় ৯০০ জন উদ্ধারকারী উদ্ধারাভিজানের সঙ্গে যুক্ত ছিল। শহরটির তাপমাত্রা মাইনাস ২৭ ডিগ্রি থাকায় উদ্ধারাভিযান ব্যাপকভাবে ব্যহত হয়। তবে উদ্ধারকারীরা সফলভাবে দুই শিশুসহ মোট ৬ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।
সোভিয়েত আমলে নির্মিত এ ভবনটিতে প্রায় ১১০০ মানুষ বসবাস করত। বিস্ফোরণে ভবনটির কমপক্ষে ৩৫টি এপার্টমেন্ট ধ্বংস হয়ে গেছে। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বিস্ফোরনস্থল পরিদর্শন করেছেন।