এম হুসাইন সাব্বির, খানজাহান আলী থানা প্রতিনিধি ঃ
খুলনা মহানগরীর শিরোমনির বিসিক এলাকায় সুগুনা ফুড এন্ড ফিড বাংলাদেশ লিমিটেড এর ডিপোতে সহকারী ম্যানেজার মোস্তফা সাবিবুর রহমান শান্ত (২৩) কে হত্যা মামলায় লেবার সর্দারসহ ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গত বুধবার (২/১/১৯) রাত ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে তাদের ডিপো এলাকা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন রূপসা উপজেলার দক্ষিণ নৈহাটী গ্রামের মোঃ সালাউদ্দিন আহম্মেদ এর ছেলে মোঃ মামুনুর রহমান (৩০), শিরোমনি দক্ষিণপাড়ার আলতাফ ফকিরের ছেলে মোঃ তৈমুর ইসলাম (৪০), মহসীন কলোনীর আকবর আলী হাওলাদারের ছেলে মোঃ কাইয়ুম হাওলাদার (৩২) ও গিলাতলা দক্ষিণপাড়ার মৃত সামছুর রহমানের ছেলে মোঃ নূর আলম (২৮।
বৃহস্পতিবার মামলার তদন্ত কর্মকর্তা এসআই শেখ আনোয়ার হোসেন গ্রেফতার ৪আসামিকে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করেন। আদালতের বিচারক মোঃ তরিকুল ইসলাম তাদের জেল-হাজতে পাঠানোর আদেশ প্রদান করেছেন।