সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার

434

মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পের বর্তমান নীতি হচ্ছে, পশ্চিম এশিয়ায় সেনা সংখ্যা কমিয়ে আনা। এ কারণে তিনি গত ১৯ ডিসেম্বর অপ্রত্যাশিতভাবে সিরিয়া থেকে সেনা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন। প্রেসিডেন্ট ট্রাম্প দাবি করেন, আইএস সন্ত্রাসীরা পরাজিত হয়েছে আর সে কারণেই সিরিয়া থেকে সেনা সরিয়ে আনা হচ্ছে।
কিন্তু এ সিদ্ধান্তের কারনে অভ্যন্তরীন ও ইউরোপীয় মিত্রদের পক্ষ থেকে প্রচ- চাপের মুখে পরেছেন প্রেসিডেন্ট ট্রাম্প। ফলে ইতিমধ্যে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহার করে নেয়ার সময়সীমা ৩০ দিন থেকে বাড়িয়ে ১২০দিন করেছেন। বুধবার তিনি হোয়াইট হাউজে দাবি করেছেন, সিরিয়া থেকে তিনি মার্কিন সেনা সরিয়ে নেয়া সত্বেও দেশটির কুর্দিদেরকে সমর্থন দিয়ে যাবে যুক্তরাষ্ট্র। সিরিয়ায় সেনা মোতায়েন অব্যাহত রাখার জন্য ট্রাম্প এখন সিরিয়ান কুর্দীদের রক্ষার কথা বলছেন।