ফুলতলায় ৬০ পিচ ইয়াবাসহ ইবাদুল আটক

650

ফুলতলা (খুলনা) প্রতিনিধি : 
জেলা গোয়েন্দা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে আজ রোববার দুপুরে ফুলতলা বাজারের চৌরাস্তার মোড় থেকে ইবাদুল ভূঁইয়া (৩০) কে ৬০ পিচ ইয়াবাসহ আটক করেছে। গোয়েন্দা পুলিশের এসআই মুক্ত রায় চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তাজপুর গ্রামের ফারুক ভূঁইয়ার পুত্র ইবাদুল ভূঁইয়াকে ৬০ পিচ ইয়াবাসহ আটক করা হয়। এ ব্যাপারে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করা হয়েছে। এর আগেও পুলিশ কয়েকবার ইবাদুলকে মাদক  ও অনৈতিক কর্মকান্ডসহ  আটক করে।

জানাযায়, ফুলতলা সহ বিভিন্ন অঞ্চলে নিজেকে সাংবাদিক পরিচয় জাহির করে চাঁদাবাজি করে আসছিল ইবাদুল ভূঁইয়া। কখনো বিটিভি, কখনও চ্যানেল আই সহ বিভিন্ন নামি দামি টিভি চ্যানেল ও পত্রিকার পরিচয়ে নিভির পল্লী অঞ্চলের  খেটে খাওয়া মানুষদের সু কৌশলে ব্লাক মেইলিং করে টাকা হাতিয়ে নেওয়াটা ছিল ইবাদুলের রুটিন মাফিক কাজ। সর্বশেষ গত ২ মাস আগেও ফুলতলা এলাকায় এক নারীর সাথে অনৈতিক কর্মকান্ডে লিপ্ত থাকাকালীন মাদকদ্রব্য অধিদপ্তরের কর্মকর্তাদের কাছে মাদক সহ আটক হয়। জামিনে ছাড়া পেয়ে আবারও ইবাদুল মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে চাঞ্চল্যকর তথ্য পাওয়াযায়।