সাতক্ষীরার তলুইগাছা সীমান্তে গাঁজাসহ আটক-১

583

বদরুজ্জামান খোকা, সাতক্ষীরা জেলা  প্রতিনিধি

সাতক্ষীরা সদর উপজেলার তলুইগাছা সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধভাবে আসা এক কেজি গাঁজাসহ মোহাম্মদ বাদল হোসেন (৩৩) পিতা -আব্দুর রাজ্জাক, সং-ভোমরা কে হাতেনাতে আটক করে বিজিবি। বিজিবির জানান, আমরা গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি  ভারত থেকে অবৈধভাবে মাদক বাংলাদেশে প্রবেশ করছে। তাই এফ, এস সদস্য ল্যান্সনায়েক মুকুলের নেতৃত্বে ওত পেতে বসে থাকে। আজ সোমবার দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটে আসামীকে চ্যালেঞ্জ করলে আসামির কাছে এক কেজি গাঁজা পাওয়া যায়। পরবর্তীতে উক্ত গাঁজা সহ সদর থানা হাজতে প্রেরণ করে। সদর থানায় এ বিষয়ে একটি মাদক মামলা হয়েছে বলে জানা যায়। আসামির স্বীকারোক্তি তলুইগাছার চোরা ঘাট মালিক আব্দুল খালেক উক্ত মাদকের সাথে জড়িত আছে । এফ, এস সদস্য বলেন, মাদক এবং চোরা কারবারিদের কোন ছাড় নেই। মাদকের বিরুদ্ধে আমাদের অভিযান সর্বদা অব্যাহত থাকবে। বিজিবি সদস্যরা সীমান্তে নজরদারি আরো বাড়িয়ে দিয়েছে বলে জানা যায়। দেশ থেকে নারী, শিশু পাচার এবং মাদকের ভয়াবহ ছোবল থেকে যুবসমাজকে রক্ষা করার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে বিজিবি সদস্যরা।