ডেক্স রিপোর্ট
“উন্নয়নের পথে বাংলাদেশ” শীর্ষক প্রামাণ্য অনুষ্ঠান আগামী ২৭ জানুয়ারী থেকে বে-সরকারি অনলাইন নিউজ পোর্টাল ও টিভি চ্যানেল সিআইএনটিভি২৪ ধারাবাহিকভাবে প্রচার করতে যাচ্ছে।
এ প্রামাণ্য অনুষ্ঠানে মূলত বাংলাদেশের অবহেলিত জনপদ, জনগোষ্ঠি সহ সরকারের বিগত ১০ বছরের ইউনিয়ন পর্যায়ে যে উন্নয়ন হয়েছে তার উপর ২০ মিনেটের ভিডিও চিত্র থাকবে। এক ঝাঁক সাহসি সাংবাদিক কাজ করবে এ প্রামাণ্য অনুষ্ঠান নির্মাণে।
গত ৭ জানুয়ারি চ্যানেলের সম্পাদক মো.আবু হামজা বাঁধনের সভাপতিত্বে “ উন্নয়নের পথে বাংলাদেশ” শীর্ষক প্রামাণ্য অনুষ্ঠান নির্মাণকল্পে এক জরুরী সভার আয়োজন করা হয়। সভায় ৭ সদস্যের একটি টিম গঠন করা হয়। যারা আগামী এক বছর দেশের বিভিন্ন ইউনিয়নে গিয়ে সাধারণ মানুষের চাওয়া পাওয়া এবং জনপ্রতিনিধিদের প্রতিশ্রুতি অনুযায়ি কাজ সম্পূর্ন হয়েছে কি না , দেশের সকল ইউনিয়নব্যাপি চলমান উন্নয়নের ছোঁয়া পড়েছে কি না, সকল বিষয় এ অনুষ্ঠানে তুলে ধরবে।অন্যদিকে ৭ ও ৮ জানুয়ারী সিআইএনটিভি২৪ এর সাংবাদিকদের কর্মশালা অনুষ্ঠিত হয়।
সিআইএনটিভি২৪ এর নির্বাহী সম্পাদক আবু দাউদ ইমরানকে এ অনুষ্ঠানের সার্বিক তত্ববধায়নের দায়িত্ব দেওয়া হয়। টিম লিডার হিসেবে মনোনীত করা হয় মো.আলামিন খাঁনকে। অন্যান্যদের মধ্যে দায়িত্বে থাকবেন মো.ইনসাফ আহমেদ পলক, শেখ আ: হান্নান, মো.ইমরান মোল্যা, জসিম সেখ (বাচ্চু), এস মুরাদ ও শেখ ইউনুস আলী।