প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি বিকৃত করার অভিযোগে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ ধারার মামলায় মনির হোসেন নামের এক ব্যক্তিকে সাত বছরের কারাদণ্ড ও দশ হাজার টাকা জরিমানার রায় দিয়েছেন ঢাকার একটি আদালত। অভিযোগ প্রমাণিত না হওয়ায় আলমগীর হোসেন ও সুব্রত নামের দুই আসামি খালাস পেয়েছেন।
আজ বুধবার সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মাদ আস্ সামছ জগলুল হোসেন এ রায় দেন।
রায় ঘোষণার সময় মনির হোসেন আদালতে হাজির ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়। দন্ডিত মনির হোসেন টাঙ্গাইলের নাগরপুরের বাসিন্দা।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান ও ভারতের সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ছবি বিকৃত করার অভিযোগে ২০১৩ সালে সাটুরিয়া থানায় মামলা হয়। আসামি করা হয় মনির হোসেন, আলমগীর হোসেন, সুব্রত ও প্রভাব চন্দ্র সরকারকে। পরের বছর এই চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয়া হয়। অভিযোগ গঠনের সময় অব্যাহতি পান আসামি প্রভাব চন্দ্র। অন্যদের বিরুদ্ধে অভিযোগ গঠন করার পর ১৪ জনের সাক্ষ্য দেন।।