খুলনায় চার মাদক ব্যবসায়ি আটক

467
মো.আলামিন খাঁন, ক্রাইম রিপোর্টার-খুলনা
গতকাল (৮ জানুয়ারী ) মঙ্গলবার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয় মাদক বিরোধী অভিযানে ৪ জনকে আটক করেছেন। এ সময় তাদের কাছ থেকে ইয়াবা ও গাজা উদ্ধার করা হয়। আটককৃতরা হচ্ছে প্রধান মন্ত্রী কার্যালয়ের তালিকা ভুক্ত মাদক ব্যবসায়ী পারভীন বেগম (৪০), মো সেলিম হোসেন (৪৫), মো ছাব্বির ইসলাম (২০), এবং ফয়জুল্লাহ হক হোসেন রাব্বী(২২)। মাদকদ্রব্য কার্যালয় সংস্থার ‘ক’ ও ‘খ’ সার্কেল পৃথক অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। খুলনা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কার্যালয়ের সংস্থার উপ- পরিচালক মো রাশেদুজ্জামানের নেতৃত্বে ‘ক’ ও ‘খ’ সাকেলের পরিদর্শক পৃথক দুইটি নগরীর খুলনাথানাধীন খালিশপুরে মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় ‘খ’ সাকেলের পরিদর্শক মো সাইফুর রহমানএর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খালিশপুর থানাধীন কাশিপুর এলাকায় অভিযান চালায়। অভিযানে লেদু মিয়ার স্ত্রী তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী পারভীন বেগমকে ৫’শ গ্রাম গাজাসহ আটক করেন। অপরদিকে ‘ক’ সাকেলের পরিদর্শক হাওলাদার মো সিরাজুল ইসলামের নেতৃত্বে একটি টিম নগরীর দোলখোলা শীতলবাড়ি এলাকায় অভিযান চালায়। এসময় মৃত আব্দুল জলিলের পুএ মো সেলিমকে ৫ পিস ইয়াবা এবং একই এলাকা থেকে মো আব্দুস সামাদের পুএ মো ছাব্বির ইসলামকে ১০ পিস ইয়াবাসহ আটক করেন। অপর অভিযানে নগরীর টিবি ক্রস রোড এলাকায় অভিযান চালিয়ে মো তোতা মিয়ার পুএ ফয়জুল্লাহ হক হোসেন রাব্বিকে ১১০ পিস ইয়াবাসহ আটক করেন। এ ব্যাপারে সংশ্লিষ্ট থানায় আটক মাদক ব্যাবসায়ীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়।