অমিয় সরকার গোরার ৩য় মৃত্যুবার্ষিকী ও স্মরণসভা অনুষ্ঠিত

498

বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ খুলনা জেলা ও মহানগর শাখার উদ্যোগে বাংলাদেশ হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ খুলনা মহানগরের প্রয়াত সভাপতি ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় নেতা অমিয় সরকার গোরার ৩য় মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়।

আজ বৃহস্পতিবার (১০ জানুয়ারি) কেসিসির ২৮ নম্বর ওয়ার্ড কাউন্সিলরের কার্যালয়ে কমিউনিটি সেন্টারে বিকেল ৩টার দিকে স্মরণসভার আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন মহানগর ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি বিশ্বজিৎ দে মিঠু। সভায় প্রধান অতিথি ছিলেন মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সাংসদ মিজানুর রহমান মিজান। বিশেষ অতিথি হিসেবে স্মৃতিচারণ করেন বাংলাদেশ ছাত্র-যুব ঐক্য পরিষদ কেন্দ্রীয় কমিটির সভাপতি রবার্ট নিক্সন ঘোষ, খুলনা জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বিমান বিহারী রায় অমিত, খুলনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি কৃষ্ণপদ দাস, মহানগর সাধারণ সম্পাদক প্রশান্ত কুণ্ডু, জেলা হিন্দু, বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ডা. শ্যামল দাস, মহানগর সাধারণ সম্পাদক গোপাল চন্দ্র ঘোষ, জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক রবিন দত্ত, খুলনা ব্যাপটিস্ট চার্চ সংঘের সভাপতি মিথিলেশ বৈরাগী, ওয়ার্ড আ’লীগ সভাপতি গাজী মোশাররফ হোসেন।

অনুষ্ঠানটি সঞ্চালন করেন কানাই মণ্ডল। এছাড়া স্মৃতিচারণ করেন জেলা ছাত্র-যুব ঐক্য পরিষদের সভাপতি দেবাশীষ রায়, ওয়ার্ড আ’লীগ সাধারণ সম্পাদক মো. শিহাব উদ্দিন, সিরাফিন বৈরাগী, বিমান সাহা, রণজিৎ সরকার, তরণী জোদ্দার, বিধান বিশ্বাস, অনিন্দ্য সাহা, অঞ্জন মণ্ডল, সমীর শীল, অরিন্দম গোলদার, মিঠুন মণ্ডল, সুমন বিশ্বাস, রাজু রায়, সুজল মিস্ত্রী, দীপ মিস্ত্রী, পাপ্পু সরকার, প্রণব চক্রবর্তী, সুশীল দাস, অভিজিৎ সরকার রাহুল, চন্দন দে, চিরঞ্জিত মণ্ডল, রাজীব সরকার, বিপ্লব সরকার, লিটন, ভবতোষ মণ্ডল, অমিত দে, পার্থ, সন্তু, আশিক, কৌশিক প্রমুখ।